Miss Jojo Kalna Event: রবিবার কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসব জমে গিয়েছিল মিস জোজোর গানে। সঙ্গীতশিল্পী জোজোর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। মাঠের ভিতরে ছিল উপচে পড়া ভিড়। আর গেটের বাইরের চেহারাটাও ছিল ঠিক সেইরকম। জোজোর অনুষ্ঠানে মারকাটারি ভিড় সামলাতে পুলিশ তো একেবারে নাস্তানাবুদ। শোনা যাচ্ছিল, কালনায় জোজোর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা ঘটেছে।
দক্ষিণের ঘটনার ছায়া এবার কালনার মাটিতে? সুপারস্টার আল্লু অর্জুনের 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ও তাঁর ছেলের হাসপাতালে ভর্তির ঘটনায় একেবারে তোলপাড়। জেল পর্যন্ত খাটতে হয়েছে পুষ্পারাজকে। কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে জোজোর উপস্থিতিতেও এমন কোনও ঘটনা ঘটল? সত্যতা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় মিস জোজোর সঙ্গে।
তাঁর কথায়, 'আমি যত দূর জানি, পদপিষ্টের ঘটনা ঘটেনি। ভিড়টা মারাত্মক হয়েছিল। পুলিশ সেই ভিড় সামলাতে একেবারে নাজেহাল হয়ে যায়। পুরো মাঠ ভরে গিয়েছিল। তারপরও মেইন গেটের বাইরে উপচে পড়া ভিড় ছিল। তখন ওখানে অনেকেই গেট টপকে ভিতরে আসার চেষ্টা করে। পুলিশকেও গেট খুলতে বলছিল। তখন পুলিশ ওদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় ধাক্কাধাক্কিতে কারও চোট লেগে থাকতে পারে। তবে পদপিষ্ট হওয়ার মতো কোনও খবর আমার কাছে আসেনি।'
জোজো আরও বলেন, 'অনুষ্ঠান চলাকালীন উদ্যোক্তারা বারবার মঞ্চ থেকে ঘোষণা করছিলেন, যাঁরা জোজোর অনুষ্ঠান দেখতে পারছেন না তাঁদের জন্য বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। আবার আমরা জোজোকে নিয়ে আসব। আসলে কাল মাঠে তিল ধারণের জায়গা ছিল না। শেষের দিকে আয়োজকরাই আর বেশি গান করতে না করেছেন। আমাদের অনুষ্ঠানে এই ভিড়ের ছবিটা খুব চেনা। পরশু দিন হাওড়া ফুল মেলাতেও অনুষ্ঠান করতে গিয়েছিলাম।'
শিল্পীর সংযোজন, 'ওখানেও তো মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। তবে ওই রকম বিশৃঙ্খলা তৈরি হয়নি। আগে থেকে বিষয়টা বুঝতে পেরে বাঁশের ব্যারিকেটের বদলে লোহার ব্যারিকেট দিয়েছিল। কাল তো কালনায় বাঁশের ব্যারিকেট ছিল। সেটাই পুলিশের চিন্তার বিষয় ছিল যদি ঠেলাঠেলিতে বাঁশের ব্যরিকেটটা ভেঙে যায় তাহলে তো কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। মেইন গেটটা খুলে বাইরে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁদরকে পুলিশ চলে যাওয়ার জন্য লাঠি উচিয়ে যেমন ভয় দেখায় তেমনই ঘটনাটা হয়েছে।'