Advertisment
Presenting Partner
Desktop GIF

হরনাজকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভারতের 'প্রথম' মিস ইউনিভার্স সুস্মিতা সেন

হরনাজকে কী বললেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sushmita Sen, Harnaaz Sandhu, Miss Universe 2021, Bollywood, bengali news today, হরনাজ সান্ধু, সুস্মিতা সেন, মিস ইউনিভার্স হরনাজ সান্ধু

সুস্মিতা সেন, হরনাজ সান্ধু

সালটা ১৯৯৪। প্রথমবার আন্তর্জাতিক ময়দানে ভারতের হয়ে মিস ইউনিভার্স (Miss Universe 2021)-এর মুকুট নিজের মাথায় তুলে নিয়েছিলেন বঙ্গকন্যা সুস্মিতা সেন। সৌন্দর্য আর তুখড় বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়ে দেশের নামোজ্জ্বল করেছিলেন তিনি। আর আজ যখন দীর্ঘ ২১ বছর অপেক্ষার পর ফের একবার এই সেরার শিরোপা এল ভারতের কাছে, তখন আর দেশের প্রথম 'মিস ইউনিভার্স' হিসেবে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না সুস্মিতা সেন (Sushmita Sen)। শুভেচ্ছায় ভরিয়ে দিলেন চণ্ডীগড়-কন্যা হরনাজ সান্ধুকে (Harnaaz Sandhu)।

Advertisment

হরনাজের এমন সাফল্যে সুস্মিতার মন্তব্য, "সব ভারতীয়ের গর্ব হরনাজ সান্ধু। তোমার জন্য ভীষণ গর্ববোধ করছি। ভারতকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।"

প্রসঙ্গত, ২১ বছর পর ফের ইতিহাস গড়ল ভারত। সুস্মিতা সেনের ৬ বছর পর ২০০০ সালে মিস ইউনির্ভাস-এর খেতাব জেতেন লারা দত্ত। কিন্তু তারপর থেকে এই শিরোপা অধরাই ছিল ভারতের। তবে এবার দীর্ঘ ২১ বছর পর ফের একবার সেই জয়ের স্বাদ পেল ভারত। সৌজন্যে ‘চণ্ডীগড় ক্যান্ডি’ হরনাজ সান্ধু। ৭৯টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে দিয়ে ২০২১ সালে মিস ইউনিভার্সের মুকুট পরলেন তিনি। প্রথম রানার-আপ প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দ্বিতীয় রানার-আপ আফ্রিকার লালেলা সোয়ানে।

<আরও পড়ুন: প্রভাসের ছবির সেটে এতগুলো খাবার একাই খেয়ে নিলেন দীপিকা! তারপর?>

সোমবার সকালেই হরনাজের মিস ইউনিভার্স হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, করিনা কাপুর খান, নেহা ধুপিয়ারা। ২০২১ সালে ইজরায়েলে আয়োজিত হয়েছিল মিস ইউনিভার্স খোঁজার অনুষ্ঠান। সেখানেই বাজিমাত করলেন পাঞ্জাবী-কন্যা হরনাজ। পেশায় মডেল। ফিটনেস ফ্রেক ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যেই পাঞ্জাবী সিনেমায় অভিনয়ে হাতেখড়ি করে ফেলেছেন তিনি। আগামী বছর ২০২২ সালে হরনাজ সান্ধু অভিনীত ২টো ছবি মুক্তি পাবে। ২০১৭ সালে মিস চণ্ডীগড়। ২০১৯ সালে মিস ইন্ডিয়া। আর ঠিক তার ২ বছররের ব্যবধানে ২০২১ সালে জিতলেন মিস ইউনিভার্স-এর খেতাব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushmita Sen Entertainment News Miss Universe 2021 Harnaaz Sandhu
Advertisment