Victoria Vs Rhea On Miss Universe 2024 : মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-এর ৭৩ তম মিস ইউনিভার্স। সুন্দরীদের মঞ্চে সেরা পাঁচ জায়গার প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। ছিল ভারতেরও এক প্রতিযোগী। কিন্তু, মিস ইউনিভার্সের মঞ্চে হতাশ করল ভারত, আর রেকর্ড গড়ল ডেনমার্ক। এই বছর যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ডেনমার্ক ইতিহাস তৈরি করল সে কথা নিঃসন্দেহে বলাই যায়। উল্লেখ্য, প্রথমবার ডেনমার্ক থেকে কেউ এই খেতাব অর্জন করলেন। ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর শিরোপা পেলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগ।
ডেনমার্কের ভিক্টোরিয়ার জয়ের কারণে সেলিব্রেশন মুডে ডেনমার্ক। ভিক্টোরিয়ার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিলেন তাঁর পূর্বসূরী নিকারাগুয়ার শেনিস। বিশ্বের সামনে সম্মানিত হলেন মিস ইউনিভার্স ২০২৪ ভিক্টোরিয়া। শুভেচ্ছা জানিয়েছে গোটা বিশ্ব। ভারতীয় প্রতিযোগী রিয়া সিংহ-ও অংশ নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর প্রতিযোগীতায়। বয়স মাত্র ১৯ বছর। সেপ্টেম্বরে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন রিয়া।
তাঁর মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পরিয়ে দিয়েছিলেন বলি ডিভা উর্বশী রাউতেলা। সেরা ১২ জনের মধ্যেও থাকতে পারলেন না রিয়া। তার আগেই বাদ পড়েন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে রিয়াকে অন্তত সেরা ৩জনের মধ্যে দেখার আশা ছিল দেশবাসীর। কিন্তু, সেরা ৩০-এর গন্ডি পার করলেও, সেরা ১২-র গন্ডি থেকে বাদ পড়লেন ভারতীয় প্রতিযোগী রিয়া সিংহ। সেরার সেরা মুকুট ছিনিয়ে নিলেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া।
দ্বিতীয় হন মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান আর তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার এক প্রতিযোগী। উল্লেখ্য, ২১ বছর বয়সী ভিক্টোরিয়ার জয়ে ডেনমার্কে উৎসবের মরশুম। অন্যদিকে মন খারাপ ভারতীয়দের। এবারও যে ভারত ফিরল শূন্য হাতে।
আরও পড়ুন: 'চপ্পল-বেল্ট দিয়ে বাবা বেধরক মারত', শৈশবের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ আয়ুষ্মানের