Actor Recalls Death Defying scene: 'মাথার খুলি এফোঁড় ওফোঁড় হয়ে যেত..', মৃত্যুকে সামনে থেকে দেখলেন কিংবদন্তি অভিনেতা! কী হয়েছিল?

Mission Impossible-Tom Cruise: তিনি নিজের দায়িত্বেই নানান ধরনের স্টান্ট পারফর্ম করেন। হলিউডের এই হার্ট থ্রব, হেলিকপ্টার থেকে ঝাঁপ মারেন, কখনো উড়ন্ত লাফ দেন। কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছিলেন একটি শট দেওয়ার জন্য!

Mission Impossible-Tom Cruise: তিনি নিজের দায়িত্বেই নানান ধরনের স্টান্ট পারফর্ম করেন। হলিউডের এই হার্ট থ্রব, হেলিকপ্টার থেকে ঝাঁপ মারেন, কখনো উড়ন্ত লাফ দেন। কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছিলেন একটি শট দেওয়ার জন্য!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tom cruise

যা অভিজ্ঞতা হল তাঁর...

তারকাদের অভিনয়ের প্রয়োজনে কত কাণ্ডই করতে হয়। বিশেষ করে যে সমস্ত হিরোরা, নিজেরাই স্টান্ট করেন, কিংবা একশন দৃশ্যে বডি ডাবল ছাড়া নিজেরাই পারফর্ম করেন, তাঁরা কিন্তু মাঝেমধ্যেই ভয়ংকর সব অভিজ্ঞতার সম্মুখীন হন। শুধু তাই নয়, মাঝেমধ্যে তো মৃত্যুকে সামনে থেকে ঘুরে আবার ফিরে আসেন তারা। ৬২ বছর বয়সে টম ক্রুজ, যে ধরনের কান্ড কীর্তি মিশন ইম্পসিবল এর শেষ প্রান্তরে করেছেন, সেটি যেমন প্রশংসনীয় তেমন কিছুটা ভয়ানক। কেন?

Advertisment

টম ক্রুজ বরাবর একশন হিরো হিসেবে পরিচিত। তিনি নিজের দায়িত্বেই নানান ধরনের স্টান্ট পারফর্ম করেন। হলিউডের এই হার্ট থ্রব, হেলিকপ্টার থেকে ঝাঁপ মারেন, কখনো উড়ন্ত বিমানে লাফ দেন। কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছিলেন একটি শট দেওয়ার জন্য! ছবির শট দিতে গিয়ে মৃত্যুকে সামনে থেকে দেখে এসেছিলেন টম। হতে পারতো ভয়ংকর বিপদ। ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে, মিশন ইম্পসিবল এর শেষ পার্ট প্রদর্শিত হল। এখানে কালো রঙের স্যুট পরে হাজির ছিলেন টম। মিশন ইম্পসিবল সেই ছবি, যেখানে তিনি প্রযোজকের দায়িত্ব সামলেছেন। এবং এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, অরিজিনাল টিভি শো এবং মিউজিক তার দুর্দান্ত লেগেছিল সেই কারণেই এরকম, ওয়ারস্পাই সিরিজকে অ্যাকশন প্যাকড ছবি বানাতে উঠেপড়ে লেগেছিলেন।

Prabhat Roy Hospitalised: ভীষণ অসুস্থ প্রভাত রায়, জটিল অস্ত্রোপচার হল বর্ষীয়ান পরিচালকের

Advertisment

টম সবসময়ই একশন হিরো হিসেবে মানুষের কাছে পরিচিত। ফলে শরীর নিয়ে তাকে নানা রকম, পড়াশুনা এবং আচরণের মধ্যে দিয়ে যেতে হয়। সবসময়ই কিছু অত্যধিক এবং ইউনিক করার চেষ্টা তিনি করেন। মানুষকে এক্সাইটেড করে তুলবে এমন কিছু করতে চান তিনি। একটি ঘটনা আজও মনে রেখেছেন অভিনেতা। অভিনেতা বলেন, আমার মনে আছে একটি দৃশ্য আমি স্টান্ট করছিলাম, একটু হলে আমার মাথার খুলিতে লাগতে পারতো। কোনমতে সেদিনকে আমি মৃত্যু থেকে বেঁচে ছিলাম। চলমান ট্রেনের শুটিং ছিল। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পর তিনি ট্রেনের উপর দাঁড়িয়ে ছিলেন। কাছাকাছি ক্যামেরা ছিল, ট্র্যাক বরাবর এটি লম্বা পাইপ ছিল। সেই লম্বা পাইপ গুলো, একটু অসচেতন হলেই আমার মাথার খুলি ভেদ করে ঢুকে যেতে পারত। আমার মনে আছে, আমি আমার দলের সবাইকে বলেছিলাম, বন্ধুরা ওই পাইপগুলো আমার মাথার খুলিতে কিন্তু ঢুকে যেতে পারে।"

সঙ্গে সঙ্গে অভিনেতা এও জানান, স্টান্ট দলের কেউ এসব নিয়ে ভাবেন নি। কারণ, তাঁরা এখনও শিখছে।

hollywood actors Actor