'মিশন মঙ্গল'-এর দ্বিতীয় ট্রেলার আমাদের সামনে নিয়ে এল মার্স মিশনকে সফল করতে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ইসরো-র টিমকে। প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিল,ভারতীয় বিজ্ঞানীদের একটি দলের জেদের কাছে হার মেনেছিল সমস্ত বাধা। ২০১৩ সালের ইসরোর কাহিনিই বলবে অক্ষয় কুমার, বিদ্যা বালানের এই ছবি।
Advertisment
ট্রেলারে বিদ্যা বালনের চরিত্র মঙ্গল অভিযানের মিশন সম্পন্ন করতে মরিয়া, আর সে কারণেই সমস্ত উপাদানকে কাজে লাগাচ্ছে সে। ছবির ঝলকে শরমন যোশী, তাপসী পান্নু ও সোনাক্ষী সিনহার চরিত্র জুনিয়র বিজ্ঞানীদের। তারা ব্যস্ত অক্ষয়-বিদ্যাদের সাহায্য করতে। ইসরোর ‘মঙ্গলায়ন’ বা ‘মার্স অরবিটার মিশন’ (সংক্ষেপে মম)-এর সাফল্যের গল্পই 'মিশন মিঙ্গল'।
ছবির ট্রেলার লঞ্চে অক্ষয় কুমার বলেছিলেন, ''বিজ্ঞানের উপর তৈরি ছবি 'মিশন মঙ্গল'। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের সাফল্য নিয়ে প্রথম ছনি তৈরি করা হল, আমি গর্বিত এই ছবির সদস্য হতে পেরে। দয়া করে বাচ্চাদের এই ছবিটা দেখাবেন। হোম সায়েন্সের ফর্মুলাও দেখানো হয়েছে।''
জগন শক্তি পরিচালিত এই ছবির চিত্রনাট্যকার ও ক্রিয়েটিভ ডিরেক্টর আর বাল্কি। অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, নিত্যা মেনন, কীর্তি কুলহারি, শরমন যোশীদের দেখা যাবে 'মিশন মঙ্গল'-এ। আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।