Advertisment

ঝড় তুলবে মিথিলা-মোস্তফার 'একাত্তর', রইল ট্রেলার

আসছে হইচই অরিজিনাল সিরিজ এই মাসের শেষেই। মিথিলা, মোস্তফা, ইরেশ ও নুসরত অভিনীত এই ওয়েব সিরিজের ট্রেলারটি অত্যন্ত প্রশংসনীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mithila Mostofa starrer Hoichoi original Ekattor promises an exhilarating ride

'একাত্তর' ওয়েব সিরিজে মিথিলা ও মোস্তাফার লুক। ছবি: ট্রেলার থেকে

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি প্রেম ও অপরাধের কাহিনি নিয়ে আসছে হইচই-এর ওয়েব সিরিজ 'একাত্তর'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। মুখ্য চরিত্রে রয়েছেন রফিয়াত রশিদ মিথিলা, মোস্তফা মনোওয়ার, ইরেশ জাকের এবং নুসরত ইমরোজ।

Advertisment

পরিচালক তানিম নুরের দ্বিতীয় ওয়েব সিরিজ এটি হইচই-এর জন্য। গত বছর তানিম পরিচালিত সিরিজ 'মানি হানি' অত্যন্ত প্রশংসিত হয়েছিল। আরও একটি সাড়া জাগানো ওয়েব সিরিজ হতে চলেছে তাঁর 'একাত্তর', এমনই ইঙ্গিত দিল ট্রেলার।

আরও পড়ুন: অ্যাকশন-রোমাঞ্চে ভরপুর, মার্চ মাসের ৮টি ওয়েব সিরিজ ও ছবি এক নজরে

১৯৭১ সালে যখন পূর্ব পাকিস্তানে একটু একটু করে রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বাঙালি, তখন তার আঁচ এসে লাগে সমাজের সব স্তরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপাত শান্ত ছাত্রী স্বাধীনতার আন্দোলনে জড়িয়ে পড়ে। পাকিস্তানি মেজরের সাংবাদিক স্ত্রী স্বামীকে কিছু না জানিয়েই চলে আসে বাংলাদেশে, পরিস্থিতি সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করতে।

আর নিছক এক গ্যাং লিডারের মধ্যে জাগতে থাকে দেশের প্রতি আবেগ। এই চরিত্রেই দেখা যাবে বাংলাদেশের প্রতিভাধর অভিনেতা মোস্তফা মনোওয়ারকে। আর তাঁর বান্ধবীর চরিত্রে রয়েছেন নুসরত ইমরোজ। সদ্য বিবাহিত মিথিলা এখানে সাহসী সাংবাদিকের ভূমিকায় যার স্বামী মেজর ওয়াসিমের ভূমিকাতে রয়েছেন ইরেশ জাকের।

Mithila Mostofa starrer Hoichoi original Ekattor promises an exhilarating ride ইরেশ জাকের ও নুসরত ইমরোজ। ছবি: ট্রেলার থেকে।

এমন একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে অনুঘটকের কাজ করে একটি ফাইল-- অপারেশন ব্লিৎজ-এর ফাইল। এই চারটি চরিত্র কীভাবে এই ফাইলকে কেন্দ্র করেই জড়িয়ে পড়ে এবং সেখান থেকে কোন পরিণতিতে পৌঁছয়, সেই নিয়েই এই সিরিজের গল্প। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

আগামী ২৬ মার্চ থেকে স্ট্রিমিং হবে এই সিরিজের। ভারত ও বাংলাদেশ, দু'দেশের দর্শকই হইচই প্ল্যাটফর্মে দেখতে পাবেন এই পিরিয়ড সিরিজটি। ট্রেলার থেকে একটা বিষয় স্পষ্ট। হইচই-এর সেরা কাজগুলির মধ্যে একটি হতে চলেছে 'একাত্তর'।

hoichoi Bangladesh web series
Advertisment