/indian-express-bangla/media/media_files/2025/08/28/dbd-2025-08-28-17-47-42.png)
নতুন তথ্য জানা গেল মহাগুরুকে নিয়ে...
জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্স যেন অনেকাংশেই এখন কমেডি শো হয়ে উঠেছে। বিশেষ করে শুরুর দিন থেকে কেকে এই শোয়ের অবিচ্ছেদ্য অংশ। এবং তাঁর মজার কথাতেই মেতে ওঠেন বেশিরভাগ। তবে, এবারের সিজনে তাঁর কথাবার্তা এবং মজা করার ধরণ যেন বেশিই পার্সোনাল হয়ে উঠছে। বিশেষ করে, মিঠুনের সঙ্গে তাঁর মজাদার শত্রুতা আলাদাই আমেজ ক্রিয়েট করছে।
তবে, এবার মজার ছলেই কেকে মিঠুনের পারিশ্রমিকের কথা বলে দিলেন? মহাগুরু ছাড়া ড্যান্স বাংলা ড্যান্স অসম্ভব। এবং তাঁর সঙ্গে কেকের খুনসুটি বেশ মজা দেয় সকলকে। এবার মজার ছলেই কি তবে মিঠুন কত টাকা পান এই শো থেকে সেটাই বলে দিলেন কেকে? বিচারকের মঞ্চে উপস্থিত সকলেই। সেখানেই কেকে মশকরা করে বললেন, কিছুদিন পর শেষ হয়ে যাবে এই শো। তাই সকলের কাজের ব্যবস্থা করে দিতে চায় সে। এমনকি, এও বলেন যীশুর জন্য এক দারুণ কাজ ভেবে রেখেছেন তিনি।
Bigg Boss: সন্তান চান না 'অভিনেত্রী' স্ত্রী, প্রেমের বিয়ে করে আফসোস হচ্ছে বিগ-বস প্রতিযোগী-অভিনেতার?
বলতে শোনা গেল, "যীশু অর্থাৎ পচা কলার জন্য একটা ভাল কাজের অফার আছে। এই সকালে ঘুম থেকে উঠে সেজেগুজে ভাল জামাকাপড় পরে অফিসের পাঠানো গাড়িতে যেতে হবে অফিসে। সেখানে একটা সোফায় পা তুলে বসবে, নো কনটেন্ট, নো রিয়াকশন, মাস গেলে মাইনে ২০ লক্ষ টাকা। যেতে হবে মাত্র ৮ দিন। ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবে। অফিস টাইম শেষ। আবার গাড়ি করে বাড়ি চলে আসবে।" এই কথা শুনেই মিঠুন তো হতবাক। কাজ করবে না, আসবে-যাবে আর ঘুমোবে তাতে ২০ লাখ টাকা
ঠিক তারপরেই কেকে-কে বলতে শোনা গেল, তোমার বেলায় হতে পারে, আর ওঁর বেলায় দোষ? তবে কি এর মধ্যে দিয়ে ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে মিঠুন কী করেন সেটাই বুঝিয়ে দিলেন কে কে? এই বক্তব্য শুনে যদিও হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা বাকিদের। শুভশ্রী তো মুখ লোকালেন। আর অঙ্কুশ এবং যীশু? কী করবেন যেন ভেবে পেলেন না।