New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/09/4MUa3fpsN7ZmcytHY1Rv.jpg)
Mithun in DBD: যা শুনতে হল মিঠুনকে... Photograph: (ফাইল চিত্র )
Mithun Chakraborty - Dance Bangla Dance: তারাই এবার মহাগুরুকে চ্যালেঞ্জ করছে। বলাবাহুল্য তার সঙ্গে রংবাজি করতে দেখা গেল ড্যান্স বাংলা ড্যান্সের পুঁচকে সদস্যদের। যীশুর কোলে বসেই ভোম্বল যা করল…
Mithun in DBD: যা শুনতে হল মিঠুনকে... Photograph: (ফাইল চিত্র )
Mithun Chakraborty - Dance Bangla Dance: শুরু হয়েছে টেলিভিশনে জনপ্রিয় শো ডান্স বাংলা ডান্স। এবং এই শোয়ের সঙ্গে সঙ্গে ফিরেছেন মিঠুন চক্রবর্তী এবং তার দলবল। এবং এই বছর বিচারকের আসনে দেখা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে কৌশানি মুখোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত এবং অঙ্কুশকে। বরাবরের মতো মহাগুরুর এক নিজস্ব দলবল তৈরি হয়েছে এইবার। সেখানে প্রত্যেকের বয়স নিতান্তই কম। পারলে সবকটাই মাটির নিচে কথা বলে।
এবং তারাই এবার মহাগুরুকে চ্যালেঞ্জ করছে। বলাবাহুল্য তার সঙ্গে রংবাজি করতে দেখা গেল ড্যান্স বাংলা ড্যান্সের পুঁচকে সদস্যদের। যীশুর কোলে বসেই ভোম্বল যা করলেন, তাতে চমকে উঠলেন মিঠুন চক্রবর্তী খোদ। তাঁকে বলতে শোনা গেল, ও আমার সঙ্গেই? কী হয়েছিল আসলে? একদম পুঁচকে ভোম্বল যাকে পাসিং শট বলেই ডাকেন মিঠুন, তার সামনে দাঁড়িয়ে তার সংলাপই বলতে শোনা গেল সেই খুদেকে। যীশুর কোলে বসেছিল সে, আর তারপরই আধো আধো কথায় বলতে শোনা গেল মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তাঁর ডায়লগ বলার ধরন দেখে আবেগে আপ্লুত অঙ্কুশ। সেই ক্ষুদেকে পিঠ চাপড়ে সাবাশ বললেন তিনি।
আরও পড়ুন - Manasi Sinha on Thakurpukur : ফুর্তি করতে গিয়ে মানুষের প্রাণ গিয়েছে,…
অন্যদিকে রয়েছে মহাগুরু খোদ। সে তো চমকে উঠেছে এইসব শুনে। তারপরেই মিঠুন বললেন, ও আমাকেই তো? আমি খবর পড়ি না, আমি খবর তৈরি করি। কিন্তু ছোট মানুষটি আর কী বলতে পারে? তাই তো, তাঁকে বলতে শোনা গেল, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তবে, এই থ্রেট একেবারেই পছন্দ হয়নি অঙ্কুশের। তাই তো সে সোজাসুজি বলে বসল, এটা আবার কি থ্রেট? কিন্তু মহাগুরু, হাসিমুখেই সবটা নিলেন। তাঁর সঙ্গে এও বললেন, তুই আমার ডায়লগ আমাকেই শেখাচ্ছিস। তারপরেই হেসে গড়ালেন যীশু। পাবলিকের মার, ক্যাওড়াতলা পার শুনেই সকলের হাসি দেখে কে। এটুকু এক পুঁচকে, এহেন ডায়লগ বলছে দেখেই সবাই স্তম্ভিত। অন্যদিকে, এই কাণ্ডে অঙ্কুশও হাসতে ব্যস্ত।
প্রসঙ্গে, এবারের ড্যান্স বাংলা ড্যান্স উপলক্ষে একঝাঁক ক্ষুদে। এবং তাঁরা স্টেজে কেউ হেসে বেড়াচ্ছে, কেউ গেয়ে বেড়াচ্ছে, কেউ দুষ্টুমি করে বেড়াচ্ছে। সব মিলিয়ে যেন এক নিদারুণ সুন্দর পরিস্থিতি। এবং কখন যে কী হয়ে যাচ্ছে, যেন বোঝাও সম্ভব হচ্ছে না।