কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পাননি মিঠুন চক্রবর্তী। বিজেপি বলেই কি ব্রাত্য? উঠেছে প্রশ্ন। এবার সেই প্রেক্ষিতেই গেরুয়া শিবিরের তারকা সদস্যের হয়ে প্রতিবাদ করলেন দেবশ্রী রায়।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই তারকাদের আসর। তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। এবারও তার অন্যথা হয়নি। কে ছিলেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সুদূর মুম্বই থেকে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান, মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন জয়া-অমিতাভ, কাজল, রানি মুখোপাধ্যায় থেকে শুরু আরও অনেকে। তবে দেখা মেলেনি ভূমিপুত্র তথা বলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তীর। কেন? রাজ্য সরকারের তরফে আমন্ত্রণই জানানো হয়নি মিঠুনকে। যা নিয়ে বিতর্কের স্ফুলিঙ্গ তুঙ্গে! সেই আগুনেই এবার ঘৃতাহূতি দিলেন দেবশ্রী রায়।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ দেবশ্রী রায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ক কিনা এর জন্য দুষলেন রাজ্য সরকারকেই। এমনকী গেরুয়া শিবিরের 'মিঠুনদা'র হয়ে মুখ খুলতেও পিছপা হলেন না দেবশ্রী রায়।
বুধবার মধ্যমগ্রামে গিয়েছিলেন দেবশ্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন চক্রবর্তীর আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেত্রী। তাঁর কথায়, "মিঠুন চক্রবর্তীকে যোগ্য সম্মান দেওয়া হয়নি।"
<আরও পড়ুন: প্লাস্টিক ব্যাগ পরে! FIFA ফাইনালের পোশাকে ট্রোলড হয়ে মোক্ষম জবাব দীপিকার>
এখানেই অবশ্য থামেননি দেবশ্রী রায়। তাঁর মতে, প্রতিটা শিল্পীরই তাঁর প্রাপ্য সম্মান পাওয়া উচিত। দেবশ্রীর মন্তব্য, "মিঠুনদা আমার সহশিল্পী। আমি মিঠুনদাকে খুব ভালোবাসি। শিল্পী হিসেবে শ্রদ্ধা করি। আমরা শিল্পী। শিল্পীর চোখেই দেখি। চলচ্চিত্র উৎসবে সকলকে আমন্ত্রণ জানানো উচিত। সকলকে যোগ্য সম্মান দেওয়া উচিত। নিশ্চয়ই মিঠুনদাকে সেই সম্মান দেওয়া হয়নি।"
এর আগে অবশ্য ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনের আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও। বলেছিলেন, "রাজনৈতিক কারণেই হয়তো রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুনকে কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাকা হয়নি।" এবার সেভাবেই পাশে দাঁড়ালেন দেবশ্রী রায়।
তবে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েও কেন হাজির হননি দেবশ্রী? সাফ জানালেন, "যেখানে আমি যোগ্য সম্মান পাই না, সেখানে যাই না।"