Dadasaheb Phalke-Mithun Chakraborty: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তাঁর সিনেমাটিক কেরিয়ারে অনবদ্য অবদানের জন্য সিনেমার সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। সেই মৃগয়া দিয়ে শুরু। তাঁর বিশ্ব দরবারে পরিচিতি হল ডিস্কো ড্যান্সার দিয়ে।
ভারতবর্ষের এই তরুণ নায়ক তখন নিজের ড্যান্স মুভস দিয়ে মন জয় করে নিয়েছেন সকলের। এমনকি, রাতারাতি বাপ্পী লাহিড়ীর মিউজিক এবং অভিনেতার নাচ দেখে এক প্রজন্ম নিজেকে ড্যান্সার হিসেবেই ভাবতে শুরু করে। আহিরীটোলা থেকে মুম্বাই, তারপর দেশের নানা ভাষায় সিনেমা। অভিনেতার, ঝুলিতে যেমন তিনটি জাতীয় পুরস্কার রয়েছে তেমনই রয়েছে ফ্লপের সংখ্যা। সবথেকে বেশি ফ্লপ তিনি দিয়েছেন।
কিন্তু, আজ এতবছর পর, সিনেমায় তাঁর অবদানের কথা মনে রেখেই এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। অভিনেতা প্রতিক্রিয়া দিতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি বলছেন...
আরও পড়ুন - Mithun Chakraborty: সিনেমার সর্বোচ্চ পুরস্কার মিঠুন চক্রবর্তীর ঝুলিতে, দাদাসাহেব ফালকে-তে সম্মানিত অভিনেতা
কী বলছেন মিঠুন?
"আমি সত্যি বলছি, আমার কোনও ভাষা নেই। আমি হাসতে পারছি না, এমনকি খুশিতে কাঁদতেও পারছি না। এতবড় জিনিসটা আমার সঙ্গে কী করে হয়ে গেল। যেখান থেকে আমি এসেছি, কলকাতা থেকে, এক অজানা গলি থেকে। রাস্তায় ফুটপাতে লড়াই করে এসেছি। সেই মানুষটাকে এতবড় সম্মান দিচ্ছেন, আমি ভাবতেও পারছি না।"
এখানেই থামলেন না মিঠুন। তাঁর যেন গলা ধরে এল একথা বলতে গিয়ে। বাংলার এই ছেলের যাত্রাপথ যেভাবে শুরু হয়েছিল, তাঁর পরবর্তী সময়টা যে এমন হতে পারে হয়তো নিজেও ভাবেননি। তাই তো তিনি বলছেন, "আমি না বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার পরিবার এবং আমার বিশ্বের সমস্ত ভক্তদের। এত যে ভালবাসা পেয়েছি, আমি ধন্য।"
সিনেমার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিন ড্যান্স বাংলা ড্যান্স এবং ড্যান্স ইন্ডিয়া ড্যান্সের বিচারক ছিলেন তিনি। এরপর, বাংলা ছবি প্রজাপতি তে দেবের সঙ্গে কাজ করেছিলেন, কুড়িয়েছিলেন ভুয়সী প্রশংসা। সামনে তাঁর ছবি রিলিজ, শাস্ত্রী। যেখানে তিনি কাজ করছেন, দেবশ্রী রায় থেকে সোহম চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও শুভশ্রীর সঙ্গে কাজ করেছেন সন্তান ছবিতে। শোনা যাচ্ছে, আগামীতে দেবের আরেকটি ছবিতেও তিনি থাকবেন।