scorecardresearch

‘একজনের ছবি হিট করলেই…’, ইন্ডাস্ট্রিতে চরম হিংসা! মুখ খুললেন মিঠুন

কতটা পাল্টেছে ইন্ডাস্ট্রি? তাতেই মিঠুন যা বললেন…

mithun chakraborty, mithun chakraborty bollywood, mithun chakraborty did, mithun chakraborty news, mithun chakraborty update
সিনে-দুনিয়ার বদল প্রসঙ্গে সরব মিঠুন

ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সম্পর্ক নেহাত কম দিনের নয়। বলিউড থেকে দক্ষিণী ছবি, এমনকি টলিউডেও তিনি এম এল এ ফাটাকেষ্ট, আবার তিনিই মহাগুরু। পর্দায় মিঠুন চক্রবর্তী মানেই একের পর এক ফাটাফাটি ডায়লগ। নার্সারিতে শুরু থেকে ফুল প্যান্ট – এ মহাগুরু, তিনি এখন সত্যিই ইন্ডাস্ট্রির এক বর্ষীয়ান অভিনেতা। আর তাই তো, এই সিনে দুনিয়া নিয়ে বিরাট অভিজ্ঞতা তাঁর।

দীর্ঘ সময়ের অভিনয় জীবন, নানা চড়াই উৎরাই দেখেছেন মিঠুন। কী বদল দেখছেন ইন্ডাস্ট্রিতে? প্রশ্ন ছিল এমনই। সাফ জানিয়ে দিলেন তিনি, অনেক কিছু পাল্টেছে এই সিনে ইন্ডাস্ট্রিতে, যেটা পাল্টায় নি সেটা হল…হিংসা। অভিনেতার যাত্রা শুরু হয়েছিল টলিউড থেকেই। মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ ছবিতে অভিষেক ঘটেছিল তাঁর। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বলিউড, ‘ডিসকো ড্যান্সার’ হিসেবে তিনি সম্মানিত গোটা বিশ্বে। অভিনেতার কথায়, “একবার যদি কোনও হিরো অথবা সুপারস্টারের ছবি হিট করে যায়, তাহলে বাকিদের রাতের ঘুম উড়ে যাবে। এই হিংসাটা একেবারেই বদলায় নি।” আর দ্বিতীয়?

আরও পড়ুন [ শাহরুখের সঙ্গে রোমান্স-চুমুতে বাঁধা! পাক-অভিনেত্রীর কাণ্ডে রীতিমতো বিরক্ত হয়েছিলেন কিং খান? ]

ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে লোকের কথা তো শুনতেই হবে। যত সম্ভব, নিজেকে শান্ত রাখাই শ্রেয়। তারকাদের নিয়ে গসিপ হবে না এও আবার হয়। তবে, সিনে দুনিয়ার ভেতরেও এমন মানুষ আছেন যারা গসিপ করতে ভালবাসেন। মিঠুন বলেন, “দ্বিতীয় হল গসিপ। যে অন্যকে নিয়ে সমালোচনা – গসিপ বেশি করতে পারবে, তার কদর খুব বেশি। এই দুই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একেবারেই বদলায় নি”।

উল্লেখ্য, এখন তিনি ব্যস্ত তাঁর ছেলে নমশি চক্রবর্তীর বলিউড ডেবিউ নিয়ে। মাঝেমধ্যে ছেলের সঙ্গে প্রমোশনে সামিল হচ্ছেন। আবার, বাংলা ছবিতেও তাঁর সংযোগ কম নয়। কাবুলিওয়ালার চরিত্রে তাঁকে দেখা যাবে। এখন ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চেও মহাগুরুর ভূমিকায় রয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mithun chakraborty said in industry jealousy and gossiping never changed