Mithun Chakraborty Son: 'শুটিং শুরুর দু'দিন আগে ছবি থেকে সরিয়ে দেয়', অতীতের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ মিঠুন পুত্র মিমোর

Mimoh Chakraborty: সুপারস্টার বা মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোও কিন্তু কেরিয়ারে 'রিজেক্ট' হয়েছেন। সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিং শুরুর কয়েকদিন আগে সিনেমা থেকে অযাতিতভাবে বের করে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন মিঠুন পুত্র।

Mimoh Chakraborty: সুপারস্টার বা মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোও কিন্তু কেরিয়ারে 'রিজেক্ট' হয়েছেন। সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিং শুরুর কয়েকদিন আগে সিনেমা থেকে অযাতিতভাবে বের করে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন মিঠুন পুত্র।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বলিউডের স্বেচ্ছাচারিতা নিয়ে সরব মিঠুন পুত্র

বলিউডের স্বেচ্ছাচারিতা নিয়ে সরব মিঠুন পুত্র

Mimoh Chakraborty removed From a film: মহাক্ষয় চক্রবর্তী, সকলকের কাছে অবশ্য মিমো চক্রবর্তী বা মিমো নামেই বেশি পরিচিত। হিন্দি সিনেমা-সিরিজের দৌলতে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের জমিটা শক্ত করেছেন। Haunted 3d ও Khakee-তে অভিনয় দর্শকমহলে বহুল প্রশংসিত। সুপারস্টার বা মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোও কিন্তু কেরিয়ারে 'রিজেক্ট' হয়েছেন। সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিং শুরুর কয়েকদিন আগে সিনেমা থেকে অযাতিতভাবে বের করে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে কথা বললেন মিঠুন পুত্র। 

Advertisment

পরিচালকের নাম না করে মিমো বলেন, 'একটা সিনেমার জন্য আমার কাছে প্রস্তাব আসে। সম্মান রক্ষার্থে আমি সেই পরিচালকের নাম নিতে পারছি না। তাঁর ছবির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হই। আমাকে ওঁর অফিসে ডাকেন। সঙ্গে আমার বাবাও ছিলেন। কয়েকদিন পরেই আমার জন্মদিন ছিল। তাই নতুন ছবির প্রস্তাব পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি ছিলাম। পারিশ্রমিকের অগ্রিম চেকও আমাকে দেওয়া হয়েছিল। একমাস পরই শুটিং শুরুর কথা ছিল। কিন্তু, একদিন আগেই আমার কাছে একটা ফোন আসে। বলা হয়, এই ছবির জন্য আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মিমো যোগ করেন, 'তবে কী কারণে আমাকে বাদ দেওয়া হল সেটা অবশ্য বলেননি। নিজেই ডেকে আমার সঙ্গে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন আর তারপর...। এই ঘটনার পর মনে হয় একজন অভিনেতার হৃদয়টা স্টিল বা লোহা দিয়ে তৈরি হলে ভাল হয়। যদি তা নয় তাহলে টিকে থাকা মুশকিল। বিতারিত শব্দটা অভিনেতাকে প্রিয় বন্ধু বানিয়ে নিতে হয়। রিজেক্ট হতেই পারে, এই বিষয়টা মাথায় রাখা ভীষণ প্রয়োজন। আমার মতে রিজেক্ট হওয়া আর সফল না হওয়ার মধ্যে একটি বিস্তর ফারাক রয়েছে।'

মিমোর দৃষ্টিকোণে, 'রিজেকশনটা কেউই পছন্দ করে না। যখন একটি ছেলে একটি মেয়ের দ্বারা রিজেক্ট হয়ে একের পর এক মেয়ের মন পাওয়ার লক্ষে ছুটে চলে সেটাকে বলে রিজেকশন। যখন আমরা চাকরির প্রস্তাব পাই না সেটাও একপ্রকার রিজেকশন। এই ঘটনাগুলো থেকে শিক্ষনীয় বিষয় থাকে। আমি প্রতিটি অডিশনে যথেষ্ট এনার্জি নিয়ে যাই। একই অফিসে বিভিন্ন প্রজেক্টের জন্য অডিশন দিয়েছি। একটা কাজের জন্য আমাকে তিন থেকে চারবার ডাকা হয়েছে। মনের ভিতর আশার জ্বলেও নিভে গিয়েছে বহুবার।'

Advertisment

খাকির জন্য অডিশন দেওয়ার মুহূর্তের কথা বলতে গিয়ে বলেন, 'খাকির ক্ষেত্রেও কিন্তু, আমার মনোবল বিন্দুমাত্র ভাঙেনি। একইরকম এনার্জি নিয়ে অডিশনে গিয়েছিলাম। কারণ এটা আমাদের জীবনের অঙ্গ। আমি মিমো বলেই সব চরিত্রের জন্য আমি মানানসি হব সেটা তো নয়। হিমেল মজুমদারের চরিত্রের জন্য আমাকে পারফেক্ট মনে হয়েছিল বলেই সুযোগ পেয়েছি।'

আরও পড়ুন ডেটিং অ্যাপে মহিলাদের সঙ্গে...!! স্ত্রীকে লুকিয়ে যা করেছেন জনপ্রিয় গায়ক

bollywood movie Bollywood News Bollywood Actor Mimoh Chakraborty mithun chakraborty