scorecardresearch

‘গুরু’ আসছেন একুশে, সঙ্গে লাড্ডু

Mithun Chakraborty Dance Guru: চূড়ান্ত প্রতিযোগীদের বাছাইয়ে তাঁর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নতুন প্রতিভাদের নিয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন ডান্সগুরু মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty in Dance Dance Junior
মিঠুন চক্রবর্তী। ছবি সৌজন্য: স্টার জলসা

Mithun Chakraborty in Danec Dance Junior:  বাংলা ছোটপর্দায় সবচেয়ে বড় ডান্সগুরু যদি কেউ থেকে থাকেন, তবে সেটা অবশ্যই মিঠুন চক্রবর্তী। ডান্স রিয়্যালিটি শো-তে তাঁর উপস্থিতিই যথেষ্ট। শাসন আর স্নেহের অসম্ভব সুন্দর মেলবন্ধন তাঁর খুদে প্রতিভাদের লালনে। দীর্ঘ বিরতির পরে ‘গুরু’ ফিরছেন স্টার জলসা-র ‘ডান্স ডান্স জুনিয়র’-এ, ২১ সেপ্টেম্বর থেকে।

বাংলার বিভিন্ন জেলায় দীর্ঘ কয়েক মাস ধরে চলেছে অডিশন। প্রাথমিক পর্যায়ে অঞ্চলগত বাছাইয়ের পরে শোয়ের জন্য চূড়ান্ত বাছাই পর্বও শুরু হয়েছে। এই শোয়ের চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন চলছে মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর প্রধান মেন্টর হিসেবে থাকছেন তিনি। তবে এই শোয়ের বিচারকের আসনে বসবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী।

আরও পড়ুন: টেলিপর্দায় আবার গৌরব-নেহা জুটি! আসছে ‘কনে বউ’

সোহম ও শ্রাবন্তী জুটি বাংলা ছবির দর্শকের কাছে অত্যন্ত প্রিয়। নতুন ডান্স রিয়্যালিটি শো-তে এই জুটির উপস্থিতি দর্শকের কাছে নিঃসন্দেহে আনন্দের। ২১ সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার রাত ৮টায় থেকে হবে সম্প্রচার। এই শোয়ের রূপকার শুভঙ্কর চট্টোপাধ্যায়, যিনি বাংলা ছোটপর্দায় রিয়্যালিটি শোয়ের সবচেয়ে বড় নির্মাতা। দাদাগিরি, মীরাক্কেল থেকে ডান্স বাংলা ডান্স– সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁরই পরিকল্পনা ও রূপায়ণ।

এই শোয়ের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে লাড্ডু। এই খুদে ডান্সার-কে এর আগে ডান্স বাংলা ডান্স-এ দেখেছেন দর্শক। মিঠুন চক্রবর্তীর ভারি প্রিয় ছিল এই খুদে। এবার লাড্ডু থাকবে সঞ্চালকের ভূমিকায়। সঙ্গে থাকবে উদিতা। লাড্ডু-উদিতা, সোহম-শ্রাবন্তী ও মিঠুন চক্রবর্তী– স্টার জলসা-র ডান্স ডান্স জুনিয়র-এর ৩ প্রধান ইউএসপি। তবে অন্যান্য ডান্স রিয়্যালিটি শোয়ের মতো এই শো-তেও কোনও ভূত বা মাপেট থাকবে কি না, সেটা এখনও জানা যায়নি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mithun chakraborty to return as dance guru in star jalsha dance dance junior