scorecardresearch

ভেটকি, চিংড়ি, ট্যাংরা…’আহা’! কাঞ্চন মল্লিকের হেঁশেলে ‘হোলি স্পেশ্যাল’ জমজমাট ভুড়িভোজ

বিধায়ক-অভিনেতাকে কে দিল এমন বিশেষ উপহার?

Kanchan Mullick, MLA Actor Kanchan Mullick, Celeb Holi, Tollywood Holi celenration, tollywood news, কাঞ্চন মল্লিক, হোলি উদযাপন, টলিউড তারকাদের দোল, দোলপূর্ণিমা, টলিউডের খবর
কাঞ্চন মল্লিকের দোল উদযাপন

দোল বলে কথা। রঙের উৎসব। আর বাঙালির উৎসব উদযাপন মানেই জমিয়ে পেটপুজো। বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বাড়িতেও আজ মহা-আয়োজন। ভেটকি, ইয়াব্বড় বাগদা চিংড়ি থেকে বরফ ভর্তি বাক্স থেকে উঁকি দিচ্ছে কেজি খানেক ট্যাংরা মাছ। আর এই সমস্ত-ই উপহার পেয়েছেন কাঞ্চন। অতঃপর বসন্তোৎসবে অভিনেতার হেঁশেলে যে আজ বিরাট আয়োজন, তা বলাই বাহুল্য।

রাজনৈতিক ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, মাঝেমধ্যেই বিশেষ উপহার পেয়ে থাকেন সেলেবরা। প্রসাধনী দ্রব্য থেকে পেটপুজোর মেন্যু.. সবই থাকে সেই তালিকায়। কাঞ্চন মল্লিতের ক্ষেত্রেও তার অন্যথা হল না। সোমবার গিয়েছিলেন দক্ষিণ বারাসাতের বসিরহাট হাসনাবাদের এক মেলায়। অবশ্য বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে। সেই মেলা থেকেই মেমেন্টো হিসেবে বাক্স ভর্তি মাছ উপহার পেয়েছেন।

আর এমন টাটকা মাছ উপহার পেয়ে কাঞ্চন মল্লিকও আনন্দে গদগদ। মাছ-প্রেমী বাঙালির কাছে মৎস-উপহার যে কতটা বিশেষ, তা অভিনেতার অভিব্যক্তিই বলে দিচ্ছে। অতিথি কাঞ্চনের আদর-আপ্যায়ণের জন্যই প্লেলাই সাইজের ভেটকি থেকে বাগদা চিংড়ি, ট্যাংরা মাছের আনানো হয়েছিল স্পেশ্যাল অর্ডার দিয়ে। তবে কাঞ্চনের দোলপূর্ণিমার এই বিশেষ উদরপূর্তির আয়োজনে কি বান্ধবী শ্রীময়ী চট্টরাজ থাকছেন?

[আরও পড়ুন: উড়ন্ত বিমানে কেলেঙ্কারি কাণ্ড সৌরভের! সামলালেন যিশু, টলিউড ক্রিকেট ম্যাচে যা ঘটল..]

সেই উত্তর অবশ্য অধরাই। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে বিধায়ক-অভিনেতা মুখ খুলতে নারাজ। স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনি জটিলতা এখনও চলছে। তার মাঝেই বান্ধবী ওরফে বোন শ্রীময়ীর সঙ্গে তাঁর রসায়ন নিয়ে ইন্ডাস্ট্রিতে কানাঘুষোর অন্ত নেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mla actor kanchan mullick shares his fish memento on holi from basirhat mla