/indian-express-bangla/media/media_files/2025/05/22/CAqjVQrhk5ZtQfAa1dlz.png)
যা হল তাঁর সঙ্গে...
MNS warns Kapil Sharma: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' সম্প্রতি বিতর্কে জড়িয়েছে কারণ শোতে মুম্বাইয়ের পরিবর্তে বারবার "বোম্বে" ও "বোম্বাই" শব্দ ব্যবহার করা হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর চলচ্চিত্র শাখার প্রধান অমেয়া খোপকার এ নিয়ে কপিল শর্মাকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং সরকারি নাম "মুম্বাই" মেনে চলার দাবি তুলেছেন।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে খোপকার বলেন, "এই শহরের নাম মুম্বাই। কপিলের শোতে আমরা অনেকবার শুনেছি শহরটিকে বোম্বে বা বোম্বাই বলা হচ্ছে। এটা আপত্তি নয়, এটা ক্ষোভ। যদি চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতাকে তাদের সঠিক নামেই সম্বোধন করা যায়, তবে মুম্বাইকে কেন ভুল নামে ডাকা হবে?"
Jeet Ganguly Exclusive: মুখ্যমন্ত্রীর সুরে গান গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়, দিদির সৃষ্টিতে মুগ্ধ সুরকার
তিনি আরও স্মরণ করিয়ে দেন, "কপিল শর্মা এত বছর ধরে মুম্বাইতে কাজ করছেন। এই শহরই তার কর্মভূমি। মুম্বাই তাকে জনপ্রিয়তা দিয়েছে। তাই মুম্বাই ও মুম্বাইয়ের মানুষকে অপমান করা চলবে না। আমি কপিলকে সতর্ক করছি।" খোপকার পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভুল করে হয়ে থাকে, তা সংশোধন করুন। আপনার শোতে যেই আসুক না কেন- উপস্থাপক বা অতিথি- তাদের বলুন যেন ‘বোম্বে’ বা ‘বোম্বাই’ না বলেন। নাহলে এমএনএস তীব্র আন্দোলন শুরু করবে।”
তিনি নিজের X (পূর্বে টুইটার) অ্যাকাউন্টেও একটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে কপিল শর্মার শোতে অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই সাকিব সেলিম মুম্বাইকে ‘বোম্বে’ বলে উল্লেখ করছেন।
এখনও পর্যন্ত কপিল শর্মা বা শো-এর নির্মাতারা কোনও প্রতিক্রিয়া জানাননি। উল্লেখ্য, ১৯৯৫ সালে শহরের নাম সরকারি ভাবে "মুম্বাই" করা হয়, দেবী মুম্বাদেবীর নাম অনুসারে। কলকাতা (ক্যালকাটা) এবং চেন্নাই (মাদ্রাজ)-এর মতোই এই নাম পরিবর্তন স্থানীয় সংস্কৃতি ও ভাষাগত পরিচয়কে সম্মান জানিয়ে করা হয়েছিল।