/indian-express-bangla/media/media_files/2025/09/11/jeet-2025-09-11-18-48-25.png)
কী বললেন জিৎ?
তিনি বাংলা ছবির ইতিহাস পাল্টে ফেলেছিলেন। শুধু তাই নয়, তাঁর গান মানুষকে এতটাই মুগ্ধ করেছিল, যে বাংলা ছবি দেখতে আবার নতুন করে শুরু করেছিল একটা গোটা প্রজন্ম। এবং, খেয়াল করলে দেখা যাবে, তাঁর গান সকলের মণিকোঠায় স্থান পেয়েছে বছরের পর বছর ধরে। বর্তমানে তাঁর ব্যস্ততা তুঙ্গে সারেগামাপা নিয়ে। কারণ, এবছর তিনি বিচারকের আসনে। বাংলা গানের সঙ্গে তাঁর জন্ম থেকেই সম্পর্ক।
একটা সময় যখন বাংলা গানের কথা এবং সুর শুনেই দর্শক কানে চাপা দিতে বাধ্য হত, ঠিক তখনই তিনি এসে সবার গান শোনার অভ্যাসে বদল আনলেন। টলিপাড়ার বুকে খবর জিৎ গাঙ্গুলী এবার নাকি মুখ্যমন্ত্রীর কথায় এবং সুরে গান গেয়েছেন? এই প্রসঙ্গেই তাঁর কাছে ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি তাঁর এবারের পুজোর গান প্রসঙ্গেই জানালেন সবটা। নিজের কথায় এবং সুরে অনেক গান গেয়েছেন তিনি। হাসতে হাসতে কী বললেন তিনি?
Raktabeej 2 Exclusive: IMDB-র শীর্ষে রক্তবীজ ২, পুজোর নতুন ছবি নিয়ে কী বক্তব্য 'মুনির' অঙ্কুশের?
“দিদির লেখা এবং দিদির সুরে আমি গাইলাম। আমায় গায়ক হিসেবে ডেকেছেন তিনি। এটা কিন্তু একটা মজার বিষয়। অনেকেই, মানে অনেক সুরকার আমায় ডেকেছেন এবার তাঁদের জন্য গাইতে। নিজের সুরে তো আমি গাই। এটা আমার জন্য খুব বড় ব্যাপার। মুখ্যমন্ত্রী সুরটা এত সুন্দর দিয়েছেন, আমি দুটো গান গেয়েছি। একটা ওনার পুজোর এলবামের গান, আরেকটা সুরুচি সংঘের গান। আরেকটা গান হয়েছে টি সিরিজের তরফে। সেটা ডাব্বু সুর দিয়েছে। আর গেয়েছি আমি। পুজোর গান ওটা। মিউজিক ডিরেক্টর সব আলাদা, আমি শুধু গেয়েছি।”
কিন্তু, জিৎ গাঙ্গুলী আবার ফিরছেন কবে? আবার কবে দেব এবং জিতের ছবিতে ৭-৮ টা গানে সুর করছেন তিনি? হাসিমুখে জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমায় যদি ওরা আবার বলে, তাহলে আমি সবসময় তৈরি গান নিয়ে।" তবে, আরেকটি বিষয়েও জানালেন তিনি। তাঁর স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলী ও কিন্তু সমানতালে সঙ্গ দিচ্ছেন তাঁকে। বলছেন, আমার অফিসিয়াল চ্যানেলে, সেখানে পুজোর আগমনী গান হচ্ছে আর বিসর্জনের গান হচ্ছে। সেখানে চন্দ্রানী লিখছে আর গিয়েছে আর আমি সুর করেছি। এটা বেশ ভাল প্রজেক্ট। তবে আরেকটি গানের কথা জানালেন তিনি। শান এবং তিনি যৌথ ভাবে মিলে গেয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং এর গান সেটা।
সব মিলিয়ে পুজো এবার জমজমাট। তাঁর সঙ্গে সারেগামাপা রয়েছে। একসঙ্গে এতজন বিচারক মিলে, ফ্লোরে বেশ আনন্দে রয়েছেন তাঁরা। এও বলেন, প্রচুর পুরোনো বন্ধুরা রয়েছে। রূপম, শান্তনু সবাই আছে। আশা করি দর্শকের ভাল লাগবে।