Advertisment

Saraswati Pujo: কর্মব্যস্ত জীবনে 'ছাত্রী' হিসেবে সরস্বতী পুজোর আনন্দে ভাটা? কী বলছেন আরাত্রিকা-মোহনা-অনন্যা-দিব্যণীরা?

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ছাত্রজীবন মানেই সরস্বতী পুজোর একটা আলাদা মাহাত্ম। কর্মব্যস্ততার মাঝে সেই আনন্দ থেকে তাঁরা বঞ্চিত?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
শুটিংয়ের চাপে সরস্বতী পুজোর আনন্দ থেকে ব্রাত্য?

শুটিংয়ের চাপে সরস্বতী পুজোর আনন্দ থেকে ব্রাত্য?

Basant Panchami 2025: টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই মুহূর্তে মিঠিঝোরা ধারাবাহিকে রাই-য়ের চরিত্রে আরও একবার ছোট পর্দার দর্শকের মন জিতে নিলেন। অভিনেত্রীর পাশাপাশি পড়াশোনাও করছেন আরাত্রিকা। তাঁর মতোই ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। গৌরী এল-এর পর কে প্রথম কাছে এসেছি-তেও তাঁর অভিনয় ধারাবাহিকের দর্শক উপভোগ করছে। তিনিও পড়াশোনা আর অভিনয় দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছেন। টেলি দুনিয়ায় আরও অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা একইসঙ্গে পড়াশোনা আর অভিনয় ব্যালেন্স করে চলেছেন। 

Advertisment

সেই তালিকায় রয়েছেন সকলের প্রিয় 'ফুলকি' ওরফে দিব্যণী মণ্ডল ও অনন্যা গুহ। ছাত্রজীবনের মাঝেই চরম কর্মব্যস্ততা। সরস্বতী পুজোর দিনটায় ছেলেবেলার দিনগুলো তাঁরা মিস করেন? কাজের মধ্যেই সরস্বতী পুজোর আনন্দ খুঁজে পান? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে এই চার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কী বলছেন তাঁরা? 

আরাত্রিকার মতে, 'ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়া কোনওভাবেই সম্ভব নয়। তখন শুধুই পড়াশোনা করতাম। কর্মক্ষেত্রে আসিনি। বন্ধুদের সঙ্গে বেরনোর একটা আনন্দ ছিল। কিন্তু, এমনটাও না যে এখন আবার আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আগে যখন প্রত্যেকবছর শাড়ি পরে বেরতাম তখন এইদিনটারই স্বপ্ন দেখতাম, পুজো দেব-কাজ করব। এখন সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সরস্বতী পুজোয় শ্যুটিং রয়েছে। তবে কাজ তো করবই। বেশ কিছু জায়গায় ভিজিট আছে। তারপর মা-বাবার সঙ্গে একটু বেরব। সব মিলিয়ে সরস্বতী পুজোয় খুব আনন্দ করব।'

সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেনটাইন্স ডে। কথা থামিয়ে ফোনের ওপারে খানিক হেসে নেন আরাত্রিকা। তারপর বলেন, 'সত্যিই আমার কোনও ভ্যালেনটাইন নেই। কেরিয়ারে পুরো ফোকাস করেছি। তাই এখন প্রেমে পরার সময় নেই।' ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল মোহনা মাইতির সঙ্গে। জ্বরে প্রচণ্ড অসুস্থ টেলি অভিনেত্রী। বিছানা থেকে উঠতে পারছেন না। কথা বলার মতো অবস্থাতেই ছিলেন না মোহনা। তাই এই বছর সরস্বতী পুজোয় তাই কোনও প্ল্যান নেই। 

Advertisment

এবার আসা যাক টেলি অভিনেত্রী অনন্যা গুহ-র কথায়। তাঁর কাছে এখন সরস্বতী পুজোর আনন্দটা কেমন? তিনি বলেন, 'আমি তো কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। তাই ছোট থেকে স্কুলের পুজো কখনও দেখা হয়নি। কলেজেও সরস্বতী পুজো হয় না। কল্যাণীতে আমার বাড়ি, ওখানে বন্ধুদের সঙ্গে বেরতাম। বাড়ির পুজোয় মজা করতাম। এখন শ্যুটিং সেটে ক্যামেরার পুজো হয়। কাল আমাদের পুজোর পর হাফ ডে শ্যুটিং হলেও হতে পারে।'

সরস্বতী পুজোয় সুকান্তর সঙ্গে কী প্ল্যান? অনন্যা বলেন, 'ওঁর সঙ্গে তো অবশ্যই বেরব। তবে বিশেষ কোনও প্ল্যান নেই। সামনেই আমাদের একটা অনুষ্ঠান আছে। ওটা নিয়ে এখন খুবই ব্যস্ততা। ওটার প্ল্যানিং করতে করতেই সব সময় চলে যাচ্ছে। সকালে এখানে পুজো সেরে সুকান্তর সঙ্গেই কল্যাণী যাব। দু'জায়গাতেই শাড়ি পরে অঞ্জলি দেব। মাঝে একবার সেটে তো যেতেই হবে। আপাতত এমনটাই প্ল্যান রয়েছে।'

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali serial TRP Basant Panchami Saraswati Pujo
Advertisment