Mohona Maiti: উচ্চমাধ্যমিকের মাঝেই নতুন মেগার শুটিং শুরু, পরীক্ষার জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন মোহনা?

CBSC 12 Exam: ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে গিয়েছে CBSC বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা। টেলি অভিনেত্রী মোহনা মাইতিও এবছর উচ্চমাধ্যমিকের ছাত্রী। শুটিং আর পড়াশোনা কী ভাবে সামলাচ্ছেন? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
সকাল আটটাতেও কলটাইম থাকলে রাত আড়াইটে-তিনটে পর্যন্ত পড়াশোনা করছি: মোহনা

সকাল আটটাতেও কলটাইম থাকলে রাত আড়াইটে-তিনটে পর্যন্ত পড়াশোনা করছি: মোহনা

Mohona Maiti CBSC 12 Exam:বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ মোহনা মাইতি। তিনি অবশ্য দর্শকের কাছে 'গৌরী', 'মধুবনী' এই নামগুলোতেই বেশি পরিচিত। এবার দর্শক চিনবে 'আরশি' নামে। সৌজন্যে তাঁর আপকামিং ধারাবাহিক। 'ডান্স বাংলা ডান্স' থেকেই উত্থান মোহনার। দশম শ্রেনীতে পড়ার সময় ছোট পর্দায় প্রথম ব্রেক পান। সৌজন্যে 'গৌরী এল'। সেই ধারাবাহিক শেষ হতেই 'সিঙ্গল মাদার' মধুবনীর জার্নি নিয়ে বাংলা মেগার দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায় 'কে প্রথম কাছে এসেছি'। এবার এক সাধারণ মেয়ের সঙ্গে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'তুই আমার HERO'। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে রুবেল দাস ও মোহনা মাইতি অভিনীত এই নতুন ধারাবাহিক। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শুটিংয়ের একটা চাপ আছে। অন্যদিকে উচ্চমাধ্যমিকের CBSC বোর্ডের ছাত্রী মোহনা। কী ভাবে দু-দিক সামলচ্ছেন টেলি অভিনেত্রী?

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় মোহনার সঙ্গে। প্রথমেই বেশ উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'এখনও পর্যন্ত দুটো পরীক্ষা বেশ ভালই হয়েছে। পড়াশোনা আর শুটিং একসঙ্গেই সামলাচ্ছি। শুটের মাঝে যে ব্রেক থাকে তখন পড়াশোনা সেভাবে করতে পারি না। কারণ ওখানে মনোনিবেশ করাটা খুব সমস্যা। তাই যখনই কল টাইম থাকুক না কেন রাত জেগেই পড়ছি। সকাল আটটাতেও যদি কলটাইম থাকে তাহলেও রাতে আড়াইটে-তিনটে পর্যন্ত পড়াশোনা করতে হচ্ছে। একদিকে নতুন সিরিয়াল, নতুন চরিত্র অন্যদিকে পরীক্ষা। আমার জন্য এটা চ্যালেঞ্জিং একটা মুহূর্ত। চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্যও আমাকে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে। মাঝে একদিন প্রোমো শুটও করেছি। আশা করি বাকি পরীক্ষাগুলোও ভালভাবে দিতে পারব।'

Advertisment

খুব অল্প বয়সেই 'গৌরী এল' ধারাবাহিকে মোহনার চরিত্রে অভিনয় করে বাংলা মেগার দর্শকের দিল জিতে নিয়েছিল। সাফল্যের সিঁড়ি বেয়ে কেরিয়ারের তৃতীয় মেগার কাজও শুরু করলেন মোহনা। অভিনয় দক্ষতায় অল্প বয়সে মোহনা মাইতির সাফল্য নিঃসন্দেহে জেন ওয়াইয়ের অনুপ্রেরণা। অন্যদিকে 'নিম ফুলের মধু' শেষ হওয়ার পরই সুপারস্টারের ভূমিকায় 'তুই আমার HERO'-এর নতুন জার্নি শুরু করলেন রুবেল দাস। প্রথমবার রুবেল-মোহনা জুটির অন স্ক্রিন রয়াসন দর্শকের কতটা পছন্দ হয় সেটার জন্য আগামী ১০ মার্চ পর্যন্ত একটু তো অপেক্ষা করতেই হবে। 

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali News Bengali serial TRP Mohona maiti