/indian-express-bangla/media/media_files/2025/09/09/monisha-2025-09-09-17-37-51.jpg)
যা বললেন মনীশা...
পড়শি দেশের অবস্থা সাংঘাতিক। এবং ঠিক একবছর আগে যে ধরণের পরিস্থিতি হয় বাংলাদেশে, ঠিক সেরকমই এখন নেপালের অবস্থা। ঠিক যেন একই দৃশ্য দেখা যাচ্ছে সেদেশে। আগুন জ্বলছে সর্বত্র। এবং, বহু মানুষ যেমন আহত তেমনই প্রাণ গিয়েছে ১৯ জনের। সারা দেশে কারফিউ জারি থাকলেও সেখানে জনরোষ অব্যাহত। সোশ্যাল মিডিয়া ব্যান সংক্রান্ত বিষয়ে শুরু হয় কেলেঙ্কারি। তারপর, ধীরে ধীরে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
নেপালের তাৎক্ষণিক অবস্থা যে কী ভয়ঙ্কর সেকথা যেন পরিস্কার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছন, তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না। নেপালে শান্তি আসুক, এটাই চান তিনি। তবে, বর্তমানে যা খবর, নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং পালিয়ে গিয়েছেন। এছাড়াও উপপ্রধানমন্ত্রী যখন পালাতে যাবেন ঠিক তখন তাঁকে পাকড়াও করেই ভীষণ মার মারেন সকলে। এছাড়াও সেখানের সংসদ ভবন থেকে সুপ্রীম কোর্ট- আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
Stuart Craig: হ্যারি পটার খ্যাত কিংবদন্তি না ফেরার দেশে, শোক বিনোদুনিয়ায়
এদিকে, নিজের দেশের এহেন অবস্থা দেখে শান্তি এবং স্বস্তি খুইয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীশা কৈরালা। তিনি এই ভারতেই জনপ্রিয়তা পান। এবং একের পর এক নানা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তবে, তাঁর জন্ম নেপালে। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেক সদস্যই সেদেশকে সেবা পর্যন্ত করেছেন। তাঁর ঠাকুরদা ছিলেন সেদেশের প্রধানমন্ত্রী-ও। তাই এমন করুণ পরিস্থিতিতে তাঁর হৃদয় ভারাক্রান্ত।
সমাজ মাধ্যমে নেপাল নিয়ে নানা ধরণের তথ্য পোস্ট করছেন তিনি। এবং, তাঁকে এও বলতে শোনা গেল,"আজকের দিনটি নেপালের জন্য এক কালো দিন। যেদিন জনগণের কণ্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায়বিচারের দাবিকে, গুলির মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হলো।"নেপালের অনেক এলাকাতেই পরিস্থিতি খুব জটিল। এমনকি, সেখানে বসবাসকারী ভারতীয়দের ভারত সরকারের তরফে প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে।