Advertisment
Presenting Partner
Desktop GIF

'সেনাপতি' সিজন ২-এ আরও রক্তপাত, মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড

Web Series, Senapati: ২০১৯-এর সেরা বাংলা ওয়েবসিরিজগুলির মধ্যে অবশ্য়ই থাকবে অর্ণব রিংগো বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতি। আসছে বাংলার প্রথম গ্য়াংলর্ডের গল্পের দ্বিতীয় সিজন।

author-image
IE Bangla Web Desk
New Update
More bloodshed and Mumbai underworld in Senapati season 2

Web Series, Senapati: গত বছরের শেষের দিকে 'সেনাপতি' ওয়েব সিরিজের ঘোষণা করেন পরিচালক অর্ণব রিংগো বন্দ্য়োপাধ্য়ায়, আর এই বছরের গোড়ার দিকে আড্ডাটাইমস অ্যাপে মুক্তি পায় এই সিরিজ। বাংলার প্রথম গ্যাংলর্ডের এই গল্প অত্যন্ত সাড়া ফেলে বাংলার ওয়েব সিরিজের দর্শকের মধ্য়ে। সত্তরের দশকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে, একটি রিফিউজি বাঙালি পরিবার কীভাবে কলকাতার আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেই নিয়েই এই ওয়েব সিরিজ। সম্প্রতি জানা গিয়েছে, এই বছরেই আসছে এই সিরিজের দ্বিতীয় সিজন।

Advertisment

শুভজিৎ কর, প্রিয়ম চক্রবর্তী ও জয় বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিরিজটি নিঃসন্দেহে এখনও পর্যন্ত এবছরের সেরা সিরিজগুলির একটি। বাংলা ওয়েব মাধ্যমের একটি অংশ যখন ক্রমশ সফ্ট পর্নোগ্রাফি হয়ে উঠছে, তখন 'সেনাপতি'-র মতো সিরিজ এই মাধ্য়মকে অন্য মাত্রা দেয়। অভিনয়, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পরিচালনা-- সব দিক থেকেই 'সেনাপতি' ছাপিয়ে যায় সাম্প্রতিক বহু ওয়েব সিরিজকে। বিশেষ করে শুভজিৎ কর ও প্রিয়ম চক্রবর্তী অনবদ্য়। বাংলা টেলিজগত যে এই দুই অভিনেতা-অভিনেত্রীর দক্ষতার কণামাত্র ব্যবহার করতে পারেনি, সেটা 'সেনাপতি' না দেখলে বোঝা সম্ভব নয়।

আরও পড়ুন: শিশু-খুনীর হাড় হিম করা গল্প বলবে ‘ওয়াটার বটল’

কিন্তু 'সেনাপতি'-র ইউএসপি যেমন মেকিং, পাশাপাশি 'সেনাপতি' একটি সময়ের দলিল, যে সময়কে বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালি একটু অন্য চোখে দেখেছিল। সত্তরের দশকে যে বাঙালি নকশাল আন্দোলন দেখেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছে, তাদের একটা বড় অংশের কোনও ধারণাই ছিল না কীভাবে কলকাতার বৃহত্তম যৌনপল্লির এককোণে মাথাচাড়া দিয়ে উঠছে একজন বাঙালি গ্য়াংলর্ড।

More bloodshed and Mumbai underworld in Senapati season 2 'সেনাপতি' প্রথম সিজনের পোস্টার

সাধারণত গ্য়াংলর্ড বলতেই যে চেহারা বা আচার-আচরণ কল্পনা করতে বাঙালি অভ্যস্ত, তার চেয়ে একেবারেই অন্যরকম সেনাপতি পরিবার। তবে দেবেন সেনাপতি একা নয়, অপরাধজগতে তার সাম্রাজ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্ত্রী চূর্ণী সেনাপতি ও ভাই বারিন সেনাপতির। মুক্তিযুদ্ধের সময় কোনওমতে প্রাণ বাঁচিয়ে তারা পালিয়ে আসতে সক্ষম হয় কলকাতায়। তার পরেই শুরু হয় যুদ্ধ। পুরনো পরিচয় ঝেড়ে ফেলে সেনাপতি হয়ে ওঠা।

আরও পড়ুন: নীলকে জন্মদিনের শুভেচ্ছা তৃণার, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা

এই রুদ্ধশ্বাস সিরিজটি পরিচালক রিংগো বন্দ্যোপাধ্য়ায়ের প্রায় দু'দশকের গবেষণার ফসল। সিরিজের প্রথম সিজনটি ঘোষণা হওয়ার সময়েই তিনি জানিয়েছিলেন যে সেনাপতি-দের এই গল্প এতটাই ব্য়াপ্ত যে একটি সিরিজে তাকে তুলে ধরা সম্ভব নয়। তাই দ্বিতীয় সিজন অবশ্যম্ভাবী। সম্প্রতি দ্বিতীয় সিজনের ঘোষণা করেছেন তিনি। সম্ভবত আগামী মাসের মধ্য়েই শুরু হতে চলেছে শুটিং। এই দ্বিতীয় সিজনে আরও রক্তপাত, অন্ধকার সাম্রাজ্য়ের আরও বিস্তার দেখবেন দর্শক। পাশাপাশি মুম্বই অপরাধজগতের তারকা গ্যাংস্টার হাজি সাহিব, গাউলি, ইব্রাহিম সালুজ-এর সঙ্গে সেনাপতি-দের যোগাযোগ, আরও আকর্ষণীয় করে তুলবে এই সিজনটিকে।

web series Bengali Actor Bengali Actress
Advertisment