ইরফান খানের (Irrfan Khan) পর মোস্তাফা সরওয়ার ফারুকির (Mostofa Sarwar Farooki) ছবিতে এবার নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। নওয়াজ-ফারুকি এই সিনেমার নাম- 'নো ল্যান্ডস ম্যান' (No Land's Man)। যে ছবি আপাতত বুসান ফিল্ম ফেস্টিভ্যালে (BIFF) কিম জিসুক অ্যাওয়ার্ড জেতার দোড়গোড়ায়। পাল্লা দিচ্ছে অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট' ছবিকে। এর মাঝেই সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে নিয়ে এলেন বাংলাদেশি পরিচালক।
Advertisment
প্রথম ঝলকেই চমক দিলেন ফারুকি। নয়া অবতারে নওয়াজউদ্দিন। পরনে লাল টুপি। গলায় মাফলার। স্থির-দৃঢ় দৃষ্টিতে চেয়ে আছেন ক্যামেরার দিকে। টুপিতে লেখা- "গ্রেট আমেরিকা মেক অ্যাগেইন।" উল্লেখ্য আন্তর্জাতিক মানের এই ছবির কাজ কিন্তু ভারত-বাংলাদেশের পাশাপাশি আমেরিকাতেও হয়েছে। চমক এখানেই শেষ নয়। নওয়াজ-ফারুকি জুটির পাশাপাশি আরও কয়েকটি বিশেষত্ব রয়েছে এই সিনেমার। কারণ, 'নো ল্যান্ডস ম্যান'-এর মিউজিকের দায়িত্ব বর্তেছে অস্কার পুরস্কারজয়ী এ আর রহমানের উপর। যিনি সিনেমার রাফ কাট দেখেই পকিচালক ফারুকিকে সদর্পে বলেছেন যে, মিউজিকের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ছবির সহ-প্রযোজক হতেও রাজি তিনি।
উল্লেখ্য, মোস্তাফা সরওয়ার ফারুকিকে কিন্তু 'নো ল্যান্ডস ম্যান' সিনেমা তৈরির জন্য অর্থ জোগাড় করতে গিয়ে বেজায় বেগ পেতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। বছর দশেক আগে এই ছবির চিত্রনাট্যের কাজে হাত দিয়েছিলেন ফারুকি। হোঁচট খেয়েছেন, ভুগেছেন, কেউ এই ছবির জন্য টাকা ঢালতে রাজি হননি। ফের নতুন করে চিত্রনাট্য সাজিয়েছেন। একাধিকবার প্রত্যাখ্যাত হয়েছেন। তবে হাল ছাড়েননি পরিচালক। আর আজ এই সিনেমাই ২৬তম বুসান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে। এজন্যই বোধহয় বলে, "সবুরে মেওয়া ফলে…।"