বলিউডের বঙ্গতনয়া মৌনী রায়ের (Mouni Roy) বিয়ে বলে কথা! একতা কাপুরের প্রিয় অভিনেত্রী। পাশাপাশি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও বেজায় নামডাক মৌনীর। সেই অভিনেত্রী-এ এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে। ডেস্টিনেশন ওয়েডিং। গোয়ার এক পাঁচতারা হোটেলে বিয়ের আয়োজনের তোড়জোড় তুঙ্গে!
মৌনী রায়ের বেড়ে ওঠা কোচবিহার শহরে। অতঃপর এই শুভ অনুষ্ঠানের আগে নায়িকার মা মুক্তি রায় পুজো দিয়ে এলেন মদনমোহন বাড়িতে। এছাড়াও কোচবিহার থেকে যাচ্ছে বিশেষ তত্ত্ব। মৌনীর প্রিয় নারকেল নাড়ু তো বটেই, পাশাপাশি আচারও রয়েছে সেই তালিকায়। সূত্রের খবর বলছে, মদনমোহনের পুজো দিয়েই অভিনেত্রীর পরিবার উড়ে গিয়েছে গোয়ার উদ্দেশে। উল্লেখ্য, এযাবৎকাল, বিয়ের ব্যাপারে মুখে কুলুপ আঁটলেও সদ্য পাপ্পারাজিদের শুভেচ্ছার বিনিময়ে ধন্যবাদ জানিয়ে সেই জল্পনায় সিলমোহর বসিয়েছেন নায়িকা।
[আরও পড়ুন: সমকামিতা গোপন করতে বিয়ে! রাজকুমার-ভূমির ‘বাধাই দো’র ট্রেলার প্রশ্ন ছুঁড়ল সমাজকে, দেখুন]
কথা ছিল, কোচবিহারে (Cooch Behar) রিসেপশন পার্টি দেবেন মৌনী-সূর্য। তবে করোনা পরিস্থিতির কথা মাথা রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। কোচবিহার থেকে আপাতত মৌনীর পরিবারের জনা কয়েক সদস্যই যাচ্ছেন গোয়াতে। বিয়ে-রিসেপশন সেখানেই হবে। মুম্বইয়েও আপাতত কোনও রিসেপশন হচ্ছে না। সূত্রের খবর, মৌনী রায়ের বিয়ের অনুষ্ঠানে যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদের কোভিড টিকাকরণের দুটি শংসাপত্র থাকা আবশ্যক, নতুবা RTPCR রিপোর্ট সঙ্গে থাকতেই হবে।
প্রসঙ্গত, দুবাইয়ে ব্যবসা রয়েছে সূর্য নাম্বিয়ার। বাড়ি বেঙ্গালুরুতে। এর আগে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু তথা খ্যাতনামা অভিনেত্রী মন্দিরা বেদির বাড়িতে পাত্র ও কনে পক্ষ মধ্যে সাক্ষাৎ হয়েছে। সেখানেই পাকা কথা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন