Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ে করছেন অভিনেত্রী মৌনি রায়, রিসেপশন হবে কোচবিহারেও! পাত্রটি কে জানেন?

দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা। এবার কি সাত পাকে বাঁধা পড়ছেন 'বঙ্গতনয়া' অভিনেত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
Mouni Roy, Bollywood actress Mouni Roy, Cooch Behar, মৌনী রায়, মৌনী রায়ের বিয়ে, bengali news today

মৌনী রায়

দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা- বিয়ে করতে চলেছে মৌনী রায় (Mouni Roy)। সদ্য বঙ্গতনয়া পা রেখেছেন ৩৬-এ। বিলাসবহুল রিসর্টে অভিনেত্রীর জন্মদিন সেলিব্রশনের ছবিতে নেটদুনিয়া সরগরম। এর মাঝেই শোনা গেল, এবার পাকাপাকিভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনী।

Advertisment

বিয়ে নিয়ে অভিনেত্রীর পরিকল্পনারও অন্ত নেই। ডেস্টিনেশন ওয়েডিং-কেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ইটালি কিংবা দুবাইয়ের কোনও ঝাঁ চকচকে পাঁচ তারা হোটেলে বসবে বিয়ের আসর। তবে হ্যাঁ, নিজের জন্মস্থানকেও সেই তালিকা থেকে বঞ্চিত করেননি। মৌনীর এক তুতো-ভাই স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, আগামী বছরের গোড়ার দিকেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা। মৌনী যেহেতু কোচবিহারের মেয়ে, তাই সেখানেও আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে এক ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হবে।

<আরও পড়ুন: প্রতিশোধস্পৃহ, রক্তস্নানের কাহিনি বুনলেন সুজিত সরকার, ‘সর্দার উধম’ ট্রেলারে দুর্ধর্ষ ভিকি কৌশল>

ওদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ে করছেন মৌনী রায়। তা পাত্রটি কে? সূর্য নাম্বিয়ার। দুবাইয়ে ব্যবসা রয়েছে তাঁর। বাড়ি বেঙ্গালুরুতে। এর আগে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু তথা খ্যাতনামা অভিনেত্রী মন্দিরা বেদির বাড়িতে পাত্র ও কনে পক্ষ মধ্যে সাক্ষাৎ হয়েছে। সেখানেই পাকা কথা। তখনও মন্দিরার স্বামী রাজ কৌশল বেঁচে ছিলেন। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসলেও অভিনেত্রী কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।

একতা কাপুরের 'কিউ কি সাঁস ভি কভি বহু থি' ধারাবাহিকে ডেবিউ করার পর বিভিন্ন ধারাবাহিকে দেখা গিয়েছে মৌনীকে। এমনকী, নাগিন-এর অবতারেই টেলিদর্শকদের মন জয় করেছিলেন তিনি। অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাটের 'ব্রহ্মাস্ত্র'-তেও। যে ছবি আপাতত মুক্তির অপেক্ষায়। সেই সময়েই কানাঘুষো শোনা গিয়েছিল যে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর নাকি সম্পর্ক রয়েছে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। পরে শোনা যায়, দুবাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সূর্যর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Mouni Roy Bollywood News
Advertisment