ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কালো দিন- ১৩ এপ্রিল, ১৯১৯। জালিওয়ানওয়ালা বাগের নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল ব্রিটিশ সৈন্যরা। দু'দশক পর সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন পঞ্জাবের বিপ্লবী সর্দার উধম সিং। ১৯৪০ সালে তিনি সেই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী তৎকালীন পঞ্জাবের গভর্নর জেনারেল মাইকেল ও'ডায়েরকে হত্যা করেছিলেন, তাও আবার লন্ডনের বুকে বসে। ব্রিটিশ শাসিত ভারতে নেহাত কম চ্যালেঞ্জিং ছিল না সেই কাজ। কিন্তু কিশোর বয়সী প্রতিশোধস্পৃহ উধম তখন সময়-সুযোগের অপেক্ষা করছিলেন। বিপ্লবী উধম সিংয়ের সেই সংগ্রামকেই সিনেপর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সুজিত সরকার। দিন কয়েক আগেই টিজার মুক্তি পাওয়ায় দর্শকদের উন্মাদনার পারদ চড়িয়েছিল 'সর্দার উধম' (Sardar Udham trailer)। এবার ট্রেলার প্রকাশ্যে আসার পর তা বেড়েছে বই কমেনি।
Advertisment
ইতিহাস কথিত, উধম ছিলেন জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। নিতান্তই কিশোর তখন তিনি। কাতারে কাতারে মানুষকে ব্রিটিশ সেনার গুলিতে মরতে দেখে, সেখানেই প্রতিজ্ঞা করেন যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন। নিজের সিদ্ধান্তে অনড় থেকে, তা করেও দেখিয়েছেন। আর ইতিহাসের সেই অধ্যায় নিয়েই ছবি তৈরি করেছেন সুজিত সরকার। 'সর্দার উধম'-এ বীর বিপ্লবীর ভূমিকায় ভিকি কৌশল (Vicky Kaushal)।
ধূসর রঙা লম্বা ঝুলের কোট, মাথায় হ্যাট, ব্যাকব্রাশ করা চুল- উধম সিংয়ের লুকে শোরগোল ফেলে দিয়েছেন ভিকি কৌশল। একের পর এক চমক দিয়ে চলেছেন অভিনেতা। কখনও মেঘনা গুলজারের পরিচালনায় ৭১-এর যুদ্ধের নায়ক ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র ভূমিকায় তাঁর লুক প্রকাশ্যে আসছে তো আবার কখনও বা ভিকিকে দেখা যাচ্ছে বিপ্লবী উধম সিংয়ের লুকে। অনুরাগীরাও অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।
Advertisment
অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলা সেই ছবির টিজার-ট্রেলার ইতিমধ্যে সাড়া ফেলেছে। আগামী ১৬ অক্টোবর অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 'সর্দার উধম'। সুজিত সরকার পরিচালিত এই ছবির শুটিং ২০১৯ সালে শেষ হলেও, স্থগিত ছিল পোস্ট প্রোডাকশনের কাজ। নেপথ্যে অবশ্যই করোনা, লকডাউন, দেশব্যাপী সিনেমা হল বন্ধ থাকার মতো কারণ। তবে এবার উৎসবের মরসুমে বাড়ি বসেই এই দেশাত্মবোধক ছবি দেখার সুযোগ করে দিয়েছেন নির্মাতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন