Advertisment
Presenting Partner
Desktop GIF

Mousumi Chatterjee: কী এমন ঘটল, যে নিজেকে জয়ার থেকে ভাল জাহির করলেন মৌসুমি!

জয়াকে সোজা তির্যক মন্তব্য করলেন মৌসুমি? কিন্তু কেন!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Moushumi Chatterjee took a dig at Jaya Bachchan

জয়া বচ্চনকে কটাক্ষ করলেন মৌসুমী চ্যাটার্জি। (ছবি: ভারিন্দর চাওলা)

Jaya-Mousumi: মুম্বাইয়ে সাম্প্রতিক ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে মৌসুমী চ্যাটার্জির ( Mousumi Chatterjee ) কাণ্ড ভাইরাল। যেখানে তিনি জয়া বচ্চনকে কটাক্ষ করতে দ্বিধা করেননি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে, মৌসুমীকে হাসতে হাসতে জয়াকে নিয়ে নানা কথা বলতে শোনা যায়। এমনকি নিজের বক্তব্য শেষে পাশ কাটিয়ে চলেও গেলেন তিনি।

Advertisment

মৌসুমী পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, আমি জয়ার থেকে অনেক ভাল। আপনারা না থাকলে আমাদের কী হত? যেখানে, জয়া ফটোগ্রাফার দেখলেই চেঁচিয়ে ওঠেন, ভীষণ বিরক্ত বোধ করেন, সেখানে মৌসুমির এহেন আচরণ যেন হৃদয়ে জায়গা করে নিয়েছে পাপারাজ্জিদের।

আরও পড়ুন - Premium: প্রথম আলাপেই লতাজি পায়ের কাছে বসে পড়েছিলেন, মৌসুমীকে দিয়েছিলেন বহুমূল্য উপহার

এর আগে কফি উইথ করণে জয়া বচ্চনের ( Jaya Bachchan ) মেয়ে শ্বেতা বচ্চন পাপারাজ্জিদের সঙ্গে তার মায়ের আচরণ নিয়ে কথা বলেছিলেন। "তিনি খুব ক্লাস্ট্রোফোবিক হয়ে ওঠেন যখন তার চারপাশে অনেক লোক থাকে। লোকেরা যখন তাকে জিজ্ঞাসা না করে তার ছবি তোলে তখন তিনি এটি পছন্দ করেন না।" এখানেই শেষ না। মৌসুমি তাঁর আচরণ নিয়েও নানা কথা বলেছিলেন একসময়। গুলজারের কোশিশ ছবির সেটে কী কী ঘটেছিল, এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন...

এই ছবিতে জয়া রিপ্লেস করেছিলেন মৌসুমিকে। তিনদিন ধরে শুট করেছিলাম। তখন, দেখেছিলাম কতটা ম্যানিপুলেশন ঘটে ফ্লোরে। গুলজারের সেক্রেটারিকে দেখেছিলাম কত কাণ্ড করতেন তিনি। সকাল থেকে রাত অবধি আমি উনার অফিসে থাকতাম। একদিন গুলজার সাহেব বললেন, আগামীকাল মাঝরাত থেকে তোমার শুটিং। আমার তখন্ন সদ্য বাচ্চা হয়েছে। বললাম, বাড়িতে বাচ্চা আছে। কিন্তু উনি, শুনলেন না। বললেন, আপনি জানেন এই রোলের জন্য কতজনকে অফার করা হয়েছিল? আমার মাথা গরম হয়, আমিও বলে দিলাম, তাহলে তাঁদের নিন।

Jaya Bachchan bollywood Entertainment News
Advertisment