করোনায় আক্রান্ত সাংসদ-অভিনেত্রীর বাবা, হোম কোয়ারেন্টাইনে মা ও বোন

করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল তখন। সে কারণেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এদিন রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল তখন। সে কারণেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এদিন রিপোর্ট পজিটিভ আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus testing

প্রতীকী ছবি

কিছুদিন আগেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ-অভিনেত্রীর বাবা। করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল তখন। সে কারণেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এদিন রিপোর্ট পজিটিভ আসে। সরকারি নির্দেশিকা মেনে অভিনেত্রীর মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল।

Advertisment

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস রয়েছে সাংসদের বাবার। এমতবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রন করে তারপরই করোনা চিকিত্সা শুরু করবেন চিকিত্সকরা। গত ১৩ এপ্রিল জ্বর, সর্দিকাশি নিয়ে বাইপাসে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর পথেই নুসরত! লকডাউনে বাজার পরিদর্শনে সাংসদ

Advertisment

মঙ্গলবার, রিপোর্টে সংক্রমণ পাওয়ার পরই তা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার শ্বাসকষ্ট নেই এবং বিদেশে যাওয়ারও কোনও ইতিহাস নেই। তবে আগের অবস্থার থেকে এখন ভাল রয়েছেন তিনি। সরকারি নির্দেশ মেনেই চলবেন তাঁরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nusrat Jahan coronavirus