Smriti Irani: 'গাড়ি চুরি করে পালাত!' স্বামী ও সলমনের গুণকীর্তিতে লজ্জায় মাথা কাটা যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির

এই ঘটনার পরই শুরু হয় স্মৃতির অভিনয় জগতের প্রতি আগ্রহ। স্মৃতি জানান, তাঁর স্বামীর মাধ্যমেই একবার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়েছিল। তিনি বলেন...

এই ঘটনার পরই শুরু হয় স্মৃতির অভিনয় জগতের প্রতি আগ্রহ। স্মৃতি জানান, তাঁর স্বামীর মাধ্যমেই একবার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়েছিল। তিনি বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman-and-Smriti-1

যা বললেন স্মৃতি...

অভিনেত্রী থেকে রাজনীতিবিদ- স্মৃতি ইরানির জীবনের পথচলা বরাবরই অনন্য। রাজনীতিতে নাম করার বহু আগে, টেলিভিশনের জনপ্রিয় মুখ হওয়ার-ও আগে, তাঁর জীবনের সঙ্গে বিনোদনজগতের প্রথম সংযোগ ঘটে এক অদ্ভুত উপায়ে- স্বামী জুবিন ইরানির মাধ্যমে। যিনি নাকি সালমান খানের সহপাঠী ছিলেন!

Advertisment

সম্প্রতি Mashable India-র ইউটিউব সাক্ষাৎকারে স্মৃতি তাঁর জীবনের সেই মজার অধ্যায়টি শেয়ার করেছেন। অভিনেত্রীর কথায়, "সেন্ট জেভিয়ার্স কলেজে সলমন ও আমার স্বামী জুবিন সহপাঠী ছিল। একদিন জুবিন আমাকে সলমনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল। তখন সেলিম খানও সেখানে ছিলেন। তিনি হেসে বললেন, ‘তুমি কি তোমার স্বামীর কাণ্ড সম্পর্কে অবগত? ও কী করত ধারণা আছে? আমার ছেলে আর ও গাড়ি চুরি করে পালিয়ে যেত! দুটোই অকর্মের ঢেঁকি।’ আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম, আর সালমান ও জুবিন-দু’জনেই মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল।" 

এই ঘটনার পরই শুরু হয় স্মৃতির অভিনয় জগতের প্রতি আগ্রহ। স্মৃতি জানান, তাঁর স্বামীর মাধ্যমেই একবার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়েছিল। তিনি বলেন...

Advertisment

Sudipa Chatterjee EXCLUSIVE: প্রতি ১৫ দিনে ১টা অবলা প্রাণীর মৃত্যু, টালিগঞ্জে নরক দর্শন, সুদীপার অভিযোগ..'বক্সের ভেতর নাড়িভুঁড়ি'

"জুবিনের সৌজন্যে শাহরুখের সঙ্গে আমার দেখা হয়। আমি তাঁকে একবার সাক্ষাৎকার দিতে অনুরোধ করি। তখন শাহরুখ মজা করে বলেছিলেন, ‘বিয়ে করো না, আমি বলছি তোমায়, বিয়ে করো না।’ আমি হাসতে হাসতে বলেছিলাম, ‘ভাই, অনেক দেরি হয়ে গেছে।’” স্মৃতি আরও জানান, তাঁর ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম অভিজ্ঞতাও ছিল শাহরুখ খানের সঙ্গে।

“আজিজ মির্জার পরিচালনায় শাহরুখ, জুহি চাওলা ও আদিত্য পাঞ্চোলির সঙ্গে একটি ছবিতে আমি প্রথমবার ক্যামেরার মুখোমুখি হই। সেখানে আমি শুধু একটি সিলুয়েট চরিত্রে ছিলাম। ‘রাজা কো রানি সে পেয়ার হোগায়া’ গানের দৃশ্যে মনীষা কৈরালার পরা কালো পোশাকটি আমাকে পরিয়ে শুধু দাঁড়াতে বলা হয়েছিল- সেই ছিল আমার প্রথম শট!”

Entertainment News Today salman khan Smriti Irani