দেখুন: গায়ক রাহুল বৈদ্যর সঙ্গে বাথরুমে আড্ডা জমালেন ধোনি

রাহুল নিজের ফোন থেকে একটা ভিডিও শুট করেন। ধোনির ভূমিকা করতে গিয়ে তাঁর সেই শীতল মানসিকতার কথাই বলেন তিনি। রাহুলকে থামিয়েই মাহি মজা করে বলেন যে, তিনি শুধু বাথরুমেই কুল।

রাহুল নিজের ফোন থেকে একটা ভিডিও শুট করেন। ধোনির ভূমিকা করতে গিয়ে তাঁর সেই শীতল মানসিকতার কথাই বলেন তিনি। রাহুলকে থামিয়েই মাহি মজা করে বলেন যে, তিনি শুধু বাথরুমেই কুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and Rahul

দেখুন: গায়ক রাহুল বৈদ্যর সঙ্গে বাথরুমে আড্ডা জমালেন ধোনি

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ করেই ধোনি সোজা চলে এসেছিলেন মুম্বইতে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের কন্যা পূর্ণার বিয়েতে সপরিবারে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।

Advertisment

Advertisment

হিম শীতল মানসিকতায় প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করাই হোক বা, কঠিন পরিস্থিতিতে ম্যাচ বার করে আনা। এ সবের জন্যই ধোনি ক্যাপ্টেন কুলের তকমা পেয়েছিলেন। প্রফুল কন্যার বিয়েতে ধোনির সঙ্গে বলিউডের গায়ক রাহুল বৈদ্য আড্ডা জমালেন বাথরুমে! সেখানে ছিলেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: ১২.১৭ কোটির কর দিয়ে ঝাড়খণ্ডে শীর্ষে ধোনি

রাহুল নিজের ফোন থেকে একটা ভিডিও শুট করেন। ধোনির ভূমিকা করতে গিয়ে তাঁর সেই শীতল মানসিকতার কথাই বলেন তিনি। রাহুলকে থামিয়েই মাহি মজা করে বলেন যে, তিনি শুধু বাথরুমেই কুল।

MS DHONI