Advertisment

১২.১৭ কোটির কর দিয়ে ঝাড়খণ্ডে শীর্ষে ধোনি

২০১৭-১৮ আর্থিক বর্ষে ঝাড়খণ্ড ও সমগ্র বিহার মিলিয়ে ব্যাক্তিগত করদাতা হিসেবে সর্বোচ্চ ১২.১৭ কোটি টাকা কর দিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ১ কোটি ২৪ লক্ষ টাকা বেশি কর দিয়েছেন রাঁচির রাজপুত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

১২.১৭ কোটির কর দিয়ে ঝাড়খণ্ডে শীর্ষে ধোনি

২০১৭-১৮ আর্থিক বর্ষে ঝাড়খণ্ড ও সমগ্র বিহার মিলিয়ে ব্যাক্তিগত করদাতা হিসেবে সর্বোচ্চ ১২.১৭ কোটি টাকা কর দিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ১ কোটি ২৪ লক্ষ টাকা বেশি কর দিয়েছেন রাঁচির রাজপুত্র।

Advertisment

ঝাড়খণ্ডের আয়কর বিভাগের প্রধান কমিশনার ডি মহালিঙ্গম জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে ধোনি দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লক্ষ টাকা। যদিও সে বছর তিনি সর্বোচ্চ করদাতা ছিলেন। এবছর তিনিই শীর্ষে।

ফোর্বসের বিচারের বিসিসিআই-এর ‘এ’ গ্রেডের ক্রিকেটার বিরাটস কোহলি ও শচিন তেন্ডুলকরের পর তৃতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী। ২০১৭-তে যে তালিকা প্রকাশ করেছিল ফোর্বস, সেখানে সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় দেশের মধ্যে আট নম্বরে তিনি। ৬৩,৭ কোটি চাকা আয় মাহির। দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক নিজের অ্যাপারেল লাইন ‘সেভেন’ এনেছেন। আইএসএলএ চেন্নাইয়িন এফসি-র মালিকানা রয়েছে তাঁর। হকি ইন্ডিয়া লিগে রাঁচি রেজেরও কর্ণধার তিনি।

আরও পড়ুন: ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে ধোনি সমালোচিত হয়েছিলেন তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য। অনেকে মনে করছিলেন যে, ধোনি সম্ভবত এবার ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে পারেন। কিন্তু এ খবর সম্পূর্ণ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রী। লিডসে আম্পায়ারের থেকে ম্যাচ বল সংগ্রহ করেছিলেন মাহি। আর এই দৃশ্য থেকেই ধোনির ভক্তরা মনে করেছিলেন, এটাই সম্ভবত ধোনির শেষ ওয়ান ডে।

MS DHONI
Advertisment