Mukul Dev Last Instagram Post: ২৩ মে শুক্রবার, দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেল টাউন। অভিনয় জগতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। মুকুল দেবের মৃত্যুর খবরে স্তম্ভিত বিনোদুনিয়া। হিন্দি থেকে বাংলা, পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি গভীর শোকপ্রকাশ করেছে। মাত্র ৫৪ বছরে মুকুলের এই মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। তবুও নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অভিনেতার শেষযাত্রায় হাজির ছিলেন পরিবারের সদস্য ও মুকুলের কাছের বন্ধু বিন্দু দারা সিং। চোখের জলে প্রত্যেকেই বিদায় জানিয়েছেন অভিনেতাকে।
মুকুলের মৃত্যুর পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন বিন্দু। ETimes-কে জানিয়েছেন, 'আমার তো মনে হয় না ওঁর শরীরে কোনও রোগ ছিল। তবে নিয়মিত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। গুটখাও খেতেন। শরীরের ওজন অতিরিক্ত বেড়ে গিয়েছিল। একাকীত্বের সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ওঁর মেয়েও বাবার সঙ্গে থাকতেন না। সন অফ সর্দার ২ দিয়ে বলিউডে কামব্যাক করেছিলেন। শুটিও শেষ হয়ে গিয়েছে। কিন্তু, দেখে যেতে পারলেন না, সেটাই দুঃখের। ওঁর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক।'
আরও পড়ুন গ্রাস করেছিল একাকীত্ব! অবসাদে অতিরিক্ত মদ্যপান, মুকুলের মৃত্যুতে মুখ খুললেন সহ অভিনেতা
মিডিয়া রিপোর্ট মোতাবেক, বিগত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন অভিনেতা। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রসঙ্গত, মুকুল দেবের ইনস্টা পোস্টেও যেন রয়েছে একাকীত্বের ছায়া। একটি ধীর গতির ভিডিওতে দেখা যাচ্ছে সাগরপাড়ে সূর্যাস্তের একটি মুহূর্ত। আর ক্যাপশনে লেখা, 'অন্ধকারের পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।' এটি 'পিঙ্ক ফ্লয়েড'-এর 'ব্রেন ড্যামেজ' গানের পংক্তি। মুকুলের মৃত্যুর পর এই পোস্টের গুরুত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অভিনেতার মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর আকস্মিক মৃত্যু নিয়েওদানা বাঁধছে রহস্য সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন 'বাংলা বলতে অসুবিধা হত তবে...', মুকুলের অকাল মৃত্যুতে স্মৃতিচারণায় বাঙালি পরিচালক রাজা চন্দ