জুলাইয়েই ঘোষণা হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চলেছেন উজান। সে সময়ই প্রযোজনা সংস্থা বলেছিল অগাস্টে শুটিং শুরু হবে এই ছবির। কথা মতো সোমবারই হয়ে গেল উইন্ডোজের নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'-র মহরত। কৌশিকের ছত্রছায়ায় 'লক্ষ্মী ছেলে'-য় অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্য়ায়। শিবু-নন্দিতার প্রযোজনাতেই প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিল উজান।
'রসগোল্লা' মন ছুঁয়েছিল দর্শকের। এবার বাবার পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। এই ছবিতে' লক্ষ্মী ছেলে'-র ভূমিকায় উজান। তরুণ প্রজন্মকে নিয়ে গল্প বাঁধছেন পরিচালক। এ প্রজন্মের তরুণ মানেই সে খারাপ, উদাসীন। যা কিছু ভাল সব আগের। এই ধারণাকেই ভাঙতে চলেছেন কৌশিক। এদিন মহরতের পর ছবি শেয়ার করলেন টুইটারে। প্রযোজনা সংস্থার তরফে টুইট করে লেখা হয়, 'যাত্রা শুরু'।
আরও পড়ুন, ‘আয়নার সামনে দাঁড়ালে পারফেক্ট, আমাকে নিজেকে লুকোতে হয় না’, অকপট অপরাজিতা
পাভেলের পরিচালনায় 'রসগোল্লা'-য় উজানের অভিনয়ে মুগ্ধ হয়েছিল ফ্যানেরা। এরপরই কৌশিকের পরিচালনায় উজানকে দেখার আবদার করেছিলেন অনেকেই। কিন্তু এত তাড়াতাড়ি কৌশিক-উজান জুটিকে সামনে পাওয়া হাতে চাঁদ পাওয়ার মতো বলেই মনে করছে সিনেমহলের একাংশ।
আরও পড়ুন, ভাল আছেন সৌমিত্র, ফোন করলেন মমতা
কৌশিকের শেষ পরিচালনা ছিল প্রসেনজিতের সঙ্গে 'জ্যেষ্ঠপুত্র'। এদিকে 'লক্ষ্মী ছেলে'ও সত্যি ঘটনার উপরেই তৈরি, এক আপন ভোলা মানুষের গল্প। তবে উজান ছাড়া ছবির বাকি কাস্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। কিন্তু এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। ২০২০-র জানুয়ারীতে মুক্তি পেতে পারে 'লক্ষ্মী ছেলে'।