/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/sushant-mukhesh-759.jpg)
১৪ জুন চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ফোটো- মুকেশ ছাবড়া ইনস্টাগ্রাম
একমাস! বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর কেটে গিয়েছে ৩০ দিন। তবে এখনও তা থেকে বেরোতে পারেননি সুশান্তের বন্ধু মুকেশ ছাবড়া। মেনে নিতে পারেননি বন্ধুর অকালে চলে যাওয়া। তাঁর পরিচালিত ছবি 'দিল বেচারা'র মুখ্য চরিত্র সুশান্ত। মুক্তি পাচ্ছে মুকেশের ডেবিউ ছবি, কিন্তু পাশে নেই বন্ধু, সুশান্ত।
সুশান্তকে মনে করে মঙ্গলবার সোশাল মিডিয়ায় ফোটোসিরিজ পোস্ট করেছেন মুকেশ ছাবড়া। ক্যাপশনই প্রমাণ আজও চোখের কোণ চিকচিক করছে বন্ধুর জন্য। তিনি লিখলেন, 'একমাস পেরিয়ে গেল আজ, এখন আর তো কখনও তোর ফোনও আসবে না'।
View this post on Instagramएक महीना हो गया है आज ???? ‘’अब तो कभी फ़ोन भी नहीं आएगा तेरा ‘’
A post shared by Mukesh Chhabra CSA (@castingchhabra) on
আরও পড়ুন, কীভাবে সুশান্তকে মনে রাখতে চান স্বস্তিকা?
এর আগে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুকেশ ছাবড়া বলেছিলেন, অভিনেতা তাঁর ভাইয়ের মতো ছিল। সুশান্ত সত্যিই বুদ্ধিদীপ্ত ও প্রতিভাসম্পন্ন ছিল এ কথাও স্মরণ করেছেন মুকেশ। সোমবার 'দিল বেচারা'র সেটের কিছু ছবি পোস্ট করে কাস্টিং ডিরেক্টর লিখেছিলেন, 'আমি জানি তুই আমাকে দেখছিস।'
View this post on Instagram#dilbechara I know you are Watching me ❤️
A post shared by Mukesh Chhabra CSA (@castingchhabra) on
সুশান্ত মৃত্যু যেন উসকে দিয়ে গিয়েছে বলিউডের নেপোটিজম তত্ত্ব। অভিনেতার আত্মহত্যার ঘটনায় অনুরাগীদের নিশানায় পড়েছে প্রথম সারির তারকারা। কিন্তু বন্ধুবিয়োগ তো এসবে ভোলা যায় না। কষ্ট চেপে রেখেই তাই সুশান্তের শেষ ছবির মুক্তির তৈয়ারি করছেন মুকেশ।
জন গ্রিনের উপন্যাস 'ফল্ট ইন আওয়ার স্টারস' অবলম্বনে তৈরি সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা'। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন