Mukul Dev-Amitabh Bachchan: জয়ার থেকে ৭৫ হাজারের চেক পেয়েও অসম্পূর্ণ কাজ, অমিতাভের জন্য শুরুতেই শেষ মুকুলের কেরিয়ার!

Mukul Dev Death: কেরিয়ারের প্রথম ছবিতে কাজ করেও সেই ছবি মুক্তি পায়নি। তাও আবার অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের সঙ্গে। প্ল্যানেট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকুল নিজেই সেই ঘটনার কথা বলেছিলেন।

Mukul Dev Death: কেরিয়ারের প্রথম ছবিতে কাজ করেও সেই ছবি মুক্তি পায়নি। তাও আবার অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের সঙ্গে। প্ল্যানেট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকুল নিজেই সেই ঘটনার কথা বলেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
৭৫ হাজারের চেক পেয়েও অসম্পূর্ণ কাজ

৭৫ হাজারের চেক পেয়েও অসম্পূর্ণ কাজ

Mukul Dev-Amitabh Bachchan-jaya bachchan ২৩ মে শুক্রবার, অকাল মৃত্যু জনপ্রিয় টেলিভিশন স্টার ও বলিউড অভিনেতা মুকুল দেবের। শনিবার তাঁর আচমকা মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে তোলপাড় বিটাউন। দানা বাঁধছে রহস্যও। একদিকে যখন দাদা রাহুল দেব বলছেন বিবাহবিচ্ছেদের পর মেয়ে সিয়া দেব মুকুলের সঙ্গেই থাকেন তখন উলটো সুর প্রয়াত অভিনেতা মুকুলের কাছের বন্ধু বিন্দু দারা সিং। তাঁর কথায়, অভিনেতা একাকীত্বে ভুগতেন। অবসাদে অতিরিক্ত মদ্যাপানে আসক্ত হয়ে পড়েছিলেবন। আবার অভিনেত্রী মুগ্ধা গডসে বলেছেন, মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তে ভর্তি ছিলেন। এইরকম পরিস্থিতিতে অভিনেতা অর্জুন বাজওয়া জানান, তাঁদের একসঙ্গে কাজ করার পরপিকল্পনা চলছিল। মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল। মুকুলের জীবনে রয়েছে আরও একটি দুঃখের ঘটনা। কেরিয়ারের প্রথম ছবিতে কাজ করেও সেই ছবি মুক্তি পায়নি। তাও আবার অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের সঙ্গে।

Advertisment

প্ল্যানেট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকুল বলেছিলেন, 'আমাদের ছবির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু, মুক্তি পায়নি। সেই সময় অমিতাভ-জয়ার প্রযোজনা সংস্থা একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল। এই প্রযোজনা সংস্থা আরও অনেক ছবি তৈরি করেছিল। কিন্তু, অর্থনৈতিক দুরাবস্থার জন্য কোনও ছবিই মুক্তি পায়নি। আমার প্রথম আয় ৭৫ হাজার। জয়া বচ্চন আমাকে চেক দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন, আমি তোমাকে এই ছবিতে কাস্ট করাতে চাই। আমরা তিনটি ছবি তৈরি করছি। তার মধ্যে একটিতে তোমার সঙ্গে কাজ করতে চাই। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে জয়া বচ্চন আমাকে ছবির প্রস্তাব দিচ্ছেন। ফোনে তো আমি বলেছিলাম, আপনি কে? আমার সঙ্গে মজা করছেন? পরে বুঝতে পারি সত্যিই জয়া বচ্চন। ওঁর সঙ্গে দেখা করেছিলাম।'

আরও পড়ুন স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU-তে! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মুকুল দেবের শেষ কাজ সন অফ সর্দার ২। যদিও সেই ছবি মুক্তির আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন অভিনেতা। অর্জুন বাজওয়াও অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন, আমরা শুধু সহকর্মীই ছিলাম না। সন অফ সর্দারে কাজ করার অনেক আগে থেকেই পরস্পরের বন্ধু। সম্প্রতি এক প্রজেক্ট নিয়েও আমাদের মধ্যে কথা হচ্ছিল। আমার জন্য স্পেশালভাবে একটি স্ক্রিপ্টও মুকুল লিখছিলেন। সেটা তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু, কাজটা আর একসঙ্গে করা হল না। মেসেজে, ভিডিও কলে সবসময় কথা হত। ওঁর ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করতেন। আমার বড় ভাইয়ের মতো ছিলেম মুকুল।'

Mukul Dev amitabh bachchan Jaya Bachchan