পর্নফিল্ম বানিয়ে অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Police Crime Branch)। গোটা ইন্ডাস্ট্রিজুড়ে শোরগোল। স্বাভাবিকভাবেই রাজের পর সন্দেহের তীর গিয়েছে স্ত্রী শিল্পার দিকেও। প্রাথমিক অনুমান, রাজেই এই পর্ন ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিনেত্রীও! কারণ, কোম্পানির দশজন ডিরেক্টরের মধ্যে শিল্পার নামও রয়েছে সেই তালিকায়। শুক্রবার সেই পর্নফিল্ম মামলার তদন্তের স্বার্থেই শিল্পা শেট্টির জুহুর বাংলোয় তল্লাশি চালাল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্ত রাজ কুন্দ্রাকেও।
প্রসঙ্গত, রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকে এই কঠিন সময়ে মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে তাঁদের জুহুর বাংলোতে গিয়ে উঠেছেন অভিনেত্রী। সেখানেই রাজকে নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। শিল্পার কাছে এই বিষয় সম্পর্কিত কোনও তথ্য ছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, আবার নতুন করে তল্লাশি চালানো হবে। এদিকে, শুক্রবারই রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত শেষ হওয়ার দিন ছিল, কিন্তু আদালতের তরফে তা বাড়িয়ে আরও ৪ দিন করা হয়েছে। পাল্টা, রাজ কুন্দ্রার গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে জামিনের আবদনও জানিয়েছেন তাঁর আইনজীবী।
<আরও পড়ুন: অভিনেত্রী প্রত্যুষা পালকে ক্রমাগত ধর্ষণের হুমকি, পুলিশের জালে মূল অভিযুক্ত>
অন্যদিকে, স্বামীর গ্রেফতারিতে মুষড়ে পড়েছিলেন শিল্পা। তবে বৃহস্পতিবার রাতে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। না, কোনও বিবৃতি জারি করেননি অভিনেত্রী। তবে তাঁর মনের পরিস্থিতি বলে দিচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া সাইট। ইনস্টাগ্রামে আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা ধার করে তিনি নিজের মনোভাব ব্যক্ত করেছেন। লিখেছেন, "যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে দেখি। হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা হয়তো ভয় পাই স্বজন হারানোর। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গিয়েছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। একটা দীর্ঘশ্বাস নিই। আমি ভাগ্যবান আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। ভবিষ্যতেও হব। কিন্তু এই মুহূর্তে আমি যেভাবে জীবনেক এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন