Advertisment
Presenting Partner
Desktop GIF

পিছলো মামলার শুনানি, মাদককাণ্ডে আপাতত জেলেই থাকছেন শাহরুখ-পুত্র আরিয়ান

জামিন মামলার শুনানি আগামী বুধবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Aryan Khan Drug case, Aryan Khan, Shah Rukh Khan, NCB, Bombay HC, আরিয়ান খান, আরিয়ান খান মাদককাণ্ড, বম্বে হাইকোর্ট, bollywood, bengali news today

আরিয়ান খান

মাদককাণ্ডে মিলল না রেহাই! গত রবিবার থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। বৃহস্পতিবার তাঁকে কোর্টে পেশ করা হলে, শাহরুখ-পুত্রের জামিনের আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেন বিচারপতি। শুক্রবারও তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় কোর্ট। সোমবার অর্থাৎ আজ মামলার শুনানি থাকলেও তা স্থগিত হয়ে যায়। আদালতের তরফে জানানো হয়, আরিয়ান খানের জানিনের মামলার শুনানি হবে আগামী বুধবার। অর্থাৎ আপাতত আর্থার রোডের জেলেই থাকতে হবে বলিউড বাদশার ছেলেকে।

Advertisment

শুক্রবার আরিয়ান-সহ প্রমোদতরীর মাদককাণ্ডে আরও ২ জনের জামিনের আবেদন বাতিল করে দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। শুনানি চলাকালীন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শাহরুখ-পুত্রকে জামিন দেওয়ার বিরোধিতা করে জানায়, “আরিয়ান খান যথেষ্ট প্রভাবশালী। জামিনে ছাড়া পেলেই তথ্য-প্রমাণাদি নষ্ট করে দিতে পারে।” সেই প্রেক্ষিতেই আদালতের তরফে আরিয়ান খান, আরবাজ মারচেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন নাকচ করে দেয়। পাশাপাশি জামিনের জন্য ফের তাঁদের NDPS কোর্টের কাছে আবেদন জানানোর নির্দেশও দেয়। সোমবার সেই আবেদন জানিয়েও লাভ হয়নি।

<আরও পড়ুন: শেষমেশ প্রকাশ্যেই যশকে ‘স্বামী’ এবং ‘সন্তানের বাবা’ বললেন নুসরত, দিলেন বিশেষ ছবিও>

আদালতে শুনানী চলাকালীন, আইনজীবী সতীশ মানশিন্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিরোধিতা করে আরিয়ান খানের হয়ে কোর্টকে জানান, “প্রভাবশালী পরিবারের ছেলে বলেই যে তথ্য-প্রমাণাদি নষ্ট করে দেবে, এই দাবির কোনও যুক্তি নেই। কোন প্রভাবটা আমি খাটিয়েছি? গত ৬-৭ দিন ধরে আমি ভুগে যাচ্ছি। আর এর থেকেও গুরুতর অপরাধ করে লোকেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ওদের মতো নই।”

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর প্রমোদতরী মাদককাণ্ডে এনসিবি গ্রেফতার করে আরিয়ান খানকে। এরপর বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় শাহরুখ-পুত্রকে। সোমবার জামিন মামলার শুনানি থাকলেও তা স্থগিত রাখে কোর্ট। আগামী বুধবার ফের সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে। অতঃপর আপাতত বুধবার অবধি জেলেই থাকতে হবেল আরিয়ান খানকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai NCB drug case Aryan Khan arrested NCB Aryan khan
Advertisment