Roar Singer Katy Perry in Mumbai: এই সপ্তাহের শেষে, আগামী ১৬ নভেম্বর মুম্বইতে রয়েছে আন্তর্জাতিক পপ তারকা কেটি পেরি-র বিশেষ পারফরম্যান্স। সেই উপলক্ষে, অনুষ্ঠানের চারদিন আগেই মুম্বই এলেন কেটি। ১২ নভেম্বর ভোর রাতে তিনি মুম্বই পৌঁছেছেন বলে জানা গিয়েছে পিটিআই সূত্রে। ওই শহরেই ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করবেন কেটি পেরি। তার আগেই অবশ্য কেটির জন্য একটি বিশেষ বলিউড পার্টির আয়োজন করতে চলেছেন করণ জোহর, এমনটাই শোনা গিয়েছে।
পিঙ্কভিলা-র একটি প্রতিবেদন অনুযায়ী, কেটি পেরি তাঁর মুম্বইয়ের পারফরম্যান্স নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ইতিমধ্যেই জানিয়েছেন, ভারতে তাঁর গুণমুগ্ধ ‘কেটিক্যাট’-দের সাক্ষাত পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যালে কেটি পেরি ছাড়াও পারফর্ম করবেন ডুয়া লিপা এবং অমিত ত্রিবেদী।
আরও পড়ুন: সিদ্ধার্থের কাছে ক্ষমা চাইলেন দেবলীনার মা
এছাড়া শোনা গিয়েছে যে বলিউড তারকারাও কেটির সঙ্গে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন। পিঙ্কভিলা-র প্রতিবেদন অনুযায়ী, কনসার্টের আগেই করণ জোহর কেটি পেরির জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করতে চলেছেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ পার্টি আয়োজনে বলিউডে করণ জোহরের জুড়ি মেলা ভার। কেটি পেরির সম্মানে তেমনই একটি বলিউড ব্যাশ-এর প্রস্তুতি চলছে করণ জোহরের বাড়িতে, এমনটাই শোনা গিয়েছে।
পিঙ্কভিলা-র প্রতিবেদন অনুযায়ী, ওই পার্টির অতিথি-সংখ্যা থাকবে অত্যন্ত সীমিত। করণ তাঁর ওই বিশেষ পার্টিতে আমন্ত্রণ জানাবেন বলিউডে তাঁর সবচেয়ে কাছের তারকাদের, এমনটাই জল্পনা। সেই তালিকায় অবশ্যই থাকবেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, রণবীর সিং, দীপিকা পাডুকোন এবং মালাইকা অরোরা। আর কোন কোন তারকা থাকতে পারেন ওই বিশেষ পার্টিতে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে এই সম্ভাব্য বলিউড পার্টির বিষয়ে কেটি পেরি-র সোশাল মিডিয়া হ্যান্ডলে কোনও পোস্ট এখনও পর্যন্ত চোখে পড়েনি।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বিতর্ক বম্বে হাইকোর্টের রায়ে
'আর ফেরার চেষ্টা করবে না-নেব না', 'দলবদলু'দের কড়া বার্তা মমতার
প্রসেনজিৎ অভিনীত 'নেতাজির' ছবি উন্মোচন রাষ্ট্রপতির! টুইট করেও ডিলিট করলেন মহুয়া
বিয়ে করলেন বরুণ-নতাশা, অতিথি আপ্যায়ণে বিশেষ ভূমিকা শাহরুখ-গৌরীর
দেবলীনা-সায়নীকে খুন-ধর্ষণের হুমকি! পথে নেমে তীব্র প্রতিবাদ বিদ্বজনদের
এবার সময়সীমা বেঁধে মমতার বাড়িতে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ শুভেন্দুর
বলিউড ডেবিউ রুক্মিণী মৈত্রর, বিপরীতে বিদ্যুৎ জামওয়াল, 'নার্ভাস লাগছে' মন্তব্য অভিনেত্রীর
দ্বন্দ্ব ভুলে মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়
'সাহস থাকলে আমাদের ধর্ষণ করুক! ঝাঁটা-বঁটি নিয়ে তেড়ে যাব', প্রতিবাদী সাংসদ নুসরত
অঙ্কুশের নতুন ফ্ল্যাটে জমিয়ে পার্টি, অনীকের গানে দেদার নাচ ঐন্দ্রিলা-বিক্রমের