Advertisment
Presenting Partner
Desktop GIF

Munawar Faruqui: বিগ বস জিতেই কলকাতায়, শহরের রাস্তায় হিনা খানের সঙ্গে ফ্রেমবন্দি মুনাওয়ার!

Munawar and hina: কী করছেন তারা শহরের রাস্তায়? মুনাওয়ার দিলেন আপডেট

author-image
IE Bangla Entertainment Desk
New Update
munawar faruqui, hina khan, bigg boss winner

Hina-Munawar: শহরের রাস্তায় হাসিমুখে হিনা-মুনাওয়ার / ছবি-ইনস্টা

আকাশে বাতাসে প্রেমের মরশুম। আজ, সরস্বতী পুজো। সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। শহর কলকাতা জুড়ে প্রেমের এক অদ্ভুত মরশুম। তাঁর মধ্যেই দেখা গেল মুনাওয়ার ফারুকী এবং হিনা খানকে।

Advertisment

দুই অভিনেতা কী করছেন শহর কলকাতায়?

সদ্যই বিগ বস জিতেছেন মুনাওয়ার। আপাতত, সেই জনপ্রিয়তা সামলে উঠে পারছেন না। তারমধ্যে দেখা গেল হিনা খানের সঙ্গে শহর কলকাতার রাস্তায়। সাদা রঙের পোশাক, হিনার পাশে বসে শুধু ছবি তুললেন এমনটা নয় আপডেট দিলেন নিজের মত করেই। সূত্রের খবর, কলকাতায় মিউজিক ভিডিওর শুটিং করতে এসেছেন তাঁরা। হীনার পরনে সাদা লাল শাড়ি এবং একদম সাবেকি সাজে তাঁকে দেখা গেল।

মুনাওয়ার দিলেন বড় আপডেট :-

শুটিংয়ের পাশাপাশি মুনাওয়ার খেলেন কচুরি, জিলিপি এবং কলকাতার সব বিখ্যাত খাবার। অভিনেতা জানিয়েছেন, একদিন তিনি কলকাতায় থাকবেন, এবং এখানের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সঙ্গে দেখা করবেন। বিগ বস বিজেতা এই প্রথম শহর কলকাতায় এসেছেন। ফলেই, এক আলাদাই উন্মাদনায় ফুটছেন।

আরও পড়ুন - Bigg Boss 17 Grand Finale: বিগ বস থেকে বেরিয়েই অটো চালাবেন মুনাওয়ার! সত্যি এল প্রকাশ্যে..

কিন্তু, শুটিং শেষ। সেই আপডেট দিলেন সোশ্যাল মিডিয়ায়। হিনা খানের সঙ্গে ছবি তুলে লিখলেন, কলকাতায় শুটিং শেষ। ইন্ডাস্ট্রির এমন একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভাল লাগল। দারুণ, হার্ড ওয়ার্কিং উনি।

প্রসঙ্গত, বিগ বস জেতার পর থেকে লাগাতার পার্টি করছেন তিনি। নিজেও দিয়েছেন সাফল্যের পার্টি, সেখানেও হাজির ছিলেন অনেকেই। যদিও, প্রথম থেকেই নির্ধারণ ছিল যেন মুনাওয়ার জিতবেন, তাও নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে উচ্ছাস এবং উন্মাদনা।

hina khan bollywood Entertainment News Munawar Faruqui
Advertisment