/indian-express-bangla/media/media_files/2024/12/11/T3vIN6iId87LazB4aiE9.jpg)
কত টাকা মুক্তিপণের বিনিময়ে নিস্তার পেলেন মুস্তাক খান?
Mushtaq Khan Stree 2: বিটাউনে যেন একের পর এক দুর্যোগ। দিন কয়েক আগেই অপহরণ হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফিরে এসে জানান মোটা টাকার বিনিময়ে নিস্তার পেয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বলি অভিনেতার অপহরণের খবর। স্ত্রী ২ খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে। অভিনেতার ব্যবসায়ী পার্টনার ইন্ডিয়া টুডে ডিজিটালকে জানিয়েছেন, দিল্লি-মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও অপহরণ করেছে দুষ্কৃতীরা। এ যেন পুরো বলিউডি সিনেমার স্ক্রিপ্ট!
একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় মুস্তাক খানকে। সেই সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় অগ্রিম টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁর জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িই মুস্তাক খানকে গন্তব্যে পৌঁছে দেবে, ইন্ডিয়া টুডে ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অভিনেতার ব্যবসায়ী পার্টনার।
তিনি আরও জানান, প্রায় ১২ ঘণ্টা টাকার জন্য রীতিমতো অত্যাচর করা হয় মুস্তাক খানকে। এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দু'লাখের বেশি টাকা মুক্তিপণ হিসেবে নেয়। মুস্তাক খানের ব্যবসায়ী পার্টনার শিভম জানিয়েছে, এই ঘটনায় অভিনেতার পরিবার আতঙ্কিত।
পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য. বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। তাই অভিনেতা তাঁর পরিবার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী। পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রসঙ্গত, সুনীল পাল ফিরে এসে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন।
তিনি জানান, 'দাঁড়ভাঙা থেকে আমি দিল্লি পৌঁছাই। ফোনে বলা হল একটি ইনোভা আমাকে পিক-আপ করার জন্য দাঁড়িয়ে আছে। সেই মতো আমি গাড়িতে উঠে বসলাম। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ বলা হল আমাকে অপহরণ করা হয়েছে।
এরপরই আমার চোখ বেঁধে দেয়। প্রায় আধঘণ্টা পর এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সাত-আটজন গুণ্ডা দাঁড়িয়ে ছিল। ২০ লাখ টাকা দাবি করে। কিন্তু, আমি বলেছিলাম ১০ লাখের বেশি দিতে পারব না।'