/indian-express-bangla/media/media_files/2025/09/11/ankush-2025-09-11-16-10-03.png)
নতুন ছবি নিয়ে যা জানা গেল...
পুজো মানেই বাংলা ছবির লড়াই। এককালে যেমন ভরা আসরে কবির লড়াই হত ঠিক তেমন, পুজো মানেই কোন বাংলা ছবি সেরা সেই নিয়ে ভক্তদের লড়াই। এবার পুজোতেও রিলিজ করছে চারটে ছবি। যার মধ্যে আলোচনার শীর্ষে তিনটি ছবি। বছর দুয়েক আগে পুজোতেই রিলিজ করে রক্তবীজ। শিবু-নন্দিতার পরিচালনায় এই ছবি পুজোর অন্যতম হিট ছবিতে পরিণত হয়। খাগরাগড়ের ঘটনার প্রেক্ষিতেই এই ছবি।
মুখ্য ভূমিকায় ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী থেকে আরও অনেকে। আর এবার পুজোয় সেই ছবি দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন নির্মাতারা। এই ছবিতে এবার বেশ কয়েকজন নতুন মানুষ রয়েছেন। তবে, নীল টু-পিসে হিল্লোল তুলেছেন মিমি। আর অঙ্কুশ এবং কৌশানির রোমান্স এবুং খুনসুটি বেশ নজর কেড়েছে দর্শকদের। যদিও অঙ্কুশ রক্তবীজের প্রথম ভাগ থেকেই হালকা দেখা দিয়েছিলেন। মুনিরের ভূমিকায় তাঁর দেখা মিলেছিল।
Badshah-Donald Trump: মার্কিন মঞ্চে বাদশার রাজনৈতিক রসিকতা, নিশানায় ডোনাল্ড ট্রাম্প
এদিকে এবার রক্তবীজ ২ নিয়ে দর্শকমহলে বেশ উন্মাদনা। একটু খেয়াল করলে দেখা যাবে এই ছবি IMDB-র দর্শকদের পছন্দের শীর্ষতালিকায় একদম ওপরে রয়েছে। শুধু বাংলা ছবির ক্ষেত্রে না, বরং দেশীয় স্তরেও যে যে ছবি গুলি রিলিজ করছে, সবগুলির মধ্যেই এই ছবি শীর্ষে। এবং একথা অস্বীকার করার নয় যে গতবছর উইন্ডোজের ছবি বহুরূপী বক্স অফিসে সবথেকে ভাল ব্যবসা করে। এবং টানা অনেকগুলো সপ্তাহ সিনেমাহলে প্রাইম টাইমে শো ছিল এই ছবির।
এদিকে, রক্তবীজ ২ আইএমডিবি-র শীর্ষে জায়গা করে নিতেই অঙ্কুশ বলছেন, "এটা খুব গর্বের বিষয়। যে ২৪% -র বেশি ভোট পেয়ে রক্তবীজ ২ এই জায়গায় রয়েছে। এটা যে বাংলা ছবির ক্ষেত্রে হতে পারে এটাই তো দারুণ। ট্রেলার এলে সবাই বুঝতে পারবে যে এখনকার দিনের সময়োপযোগী বিষয়বস্তু ছবি এটা। এবং খুব সাহসী একটা সাবজেক্ট। এই ধরণের গল্প মানুষের সামনে আনাটা বড় বিষয়। রক্তবীজ ২ প্রমাণ করছে এটা বড় গেম চেঞ্জার।"
প্রসঙ্গে, গতবছর খাদান রিলিজ করলেও, বহুরূপী রাজ করে বক্স অফিসে। এবার, রক্তবীজ ২ সেই কামাল করতে পারে কিনা সেটাই দেখার।