Advertisment
Presenting Partner
Desktop GIF

'অযোধ্যা' ছবির বিরোধিতা করছে মুসলিম সম্প্রদায়, জানাল সেন্সর বোর্ড

মহারাষ্ট্রের মুসলিম গোষ্ঠী হিন্দি ছবি অযোধ্যার রিলিজের বিরোধিতা করছে এবং এই ইস্যুতে সেন্সর বোর্ডের কাছে ছবির অনুমোদন প্রত্যাহাকরের দাবী করেছে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রসূন যোশী। Photo: Express Archive

মহারাষ্ট্রের মুসলিম গোষ্ঠী হিন্দি ছবি অযোধ্যার মুক্তির বিরোধিতা করছে এবং এই ইস্যুতে সেন্সর বোর্ডের কাছে ছবির অনুমোদন প্রত্যাহাকরের দাবী করেছে তারা। কারণ, তাদের মতে এই ছবি সমাজে ঘৃণার উদ্রেক ঘটাবে। রাম জন্মভূমি এই ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সায়িদ ওয়াসীম রিজভি।

Advertisment

রিজভি কিছুজিন আগেই ছবির ট্রেলার প্রকাশ করেছেন, যা ১৯৯০ এর ৩০ অক্টোবর রাম মন্দিরের ঘটনার ওপর নির্ভর করে তৈরি। মহারাষ্ট্রের মুসলিম আওয়ামি কমিটি দৃঢ় প্রতিবাদ জানায় এই ছবির ট্রেলার রিলিজে। বলেন, ''এই ছবি বিচারাধীন একটি বিষয় নিয়ে তৈরি (বাবরি মসজিদ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন)। কমিটির সভাপতি ইলিয়াস কিরামনি দাবী করেন এই ছবি হিংসা ছড়াতেই তৈরি করা হয়েছে। শুক্রবার তিনি পিটিআইকে বলেন, ''সেন্সর বোর্ডকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। কারণ ছবির বিষয় বিতর্কিত। ইসলাম ধর্মের হালাল ও তিন তালাকের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে কথা বলে। এছাড়াও বাবরি মসজিদের বিষয়টিও আছে ছবিতে''।

আরও পড়ুন, সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রত্যাহার অভিনেত্রীর

কিরামনি আরও বলেন, ''আমরা বিরোধিতা করেছি কারণ ট্রেলারটা দেখার পর মনে হয়েছে ছবিটা মুক্তি পেলে সমাজে হিংসা বাড়বে। আমাদের দাবী শান্তির জন্য ছবির মুক্তি বাতিল হোক''। আর্ন্তজাতিক শান্তি ও ঐক্য বজায় রাখার কথা ভেবেই সেন্সর বোর্ডের সংশাপত্রের অনুমোদন দেওয়া উচিৎ। স্মারকলিপির একটি কপি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফড়নবিশের কাছেই পাঠানো হয়েছে বলে জানান রিজভি। অথচ অযোধ্যার রাম মন্দিরের শক্তিশালী সমর্থক রিজভি কদিন আগেই লক্ষ্ণৌতে একটি জনসভায় বলেছিলেন, ছবিতে কোন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে কিছু বলা হয়নি। পরিচালক সনোজ মিশ্রর এই ছবি মুক্তি পাওয়ায় কথা ডিসেম্বরের শেষে।

Read the full story in English 

Cinema
Advertisment