'স্বরা ভাস্করের নিকাহ অবৈধ.. ওকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে..', ভয়ঙ্কর হুমকি মুসলিম জামাত প্রধানের। আইনি গাঁটছড়া বাঁধার দিন দুয়েক পেরতে না পেরতেই উলেমাদের রোষানলে অভিনেত্রী। ভিন ধর্মের মানুষকে জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্যই কিনা শেষে স্বরার বিয়ে নিয়ে টানাটানি! ভয়ঙ্কর বিপাকে বড়লেন অভিনেত্রী।
১৬ ফেব্রুয়ারি, গত বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে বিয়ের ঘোষণা করেছিলেন স্বরা ভাস্কর। বলিউডি পর্দায় নায়িকাকে বহুদিন দেখা না গেলেও তাঁর রাজনৈতিক মতাদর্শের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনাম থাকেন। বিয়েও করেছেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। সেই বিয়ে নিয়েই এবার মুসলিম উলেমাদের চক্ষুশূল হতে হল বলিউড অভিনেত্রীকে। যে ধর্ম বাঁধ মানেনি স্বরা-ফাহাদের ভালবাসার পরিণতিতে সেই ধর্মের জন্যই কিনা এবার নায়িকার বিয়ে নিয়ে টানাটানি।
মুসলিম ঘরে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় যেমন শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে। ঠিক তেমনই খোঁটাও শুনতে হয়েছে। ধর্মনিরপেক্ষ দেশে হলেও আজও সমাজে হিন্দু-মুসলিম বিয়ে দেখলে ভ্রু আন্দোলিত হয় অনেকের। তবে 'স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট'-এর দৌলতে বিয়ে করলেন স্বরা-ফাহাদ। সেই প্রেক্ষিতেই সর্বভারতীয় মুসলিম সংগঠনের তরফে আক্রমণ করা হল স্বরা ভাস্করকে।
<আরও পড়ুন: ঝগড়া-কেচ্ছা, অপমান অতীত! ৩৬০ ডিগ্রি ঘুরে স্বরাকে ‘হাসিমুখে’ বিয়ের শুভেচ্ছা কঙ্গনার>
স্বরা ভাস্করকে ভয়ঙ্কর হুমকি ছুঁড়েছেন সর্বভারতীয় মুসলিম জামাত প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। সংগঠনের তরফে তিনি জানান, "স্বরাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে। তবেই এই বিয়ে বৈধতা পাবে। নতুবা এই নিকাহ অবৈধ।" শুধু তাই নয়, অভিনেত্রীর হিন্দুত্ব ও মূর্তিপুজোকেও তুলোধনা করেছেন মৌলবী। বলেন, "মূর্তিপুজো করলে কোনও হিন্দু নারী মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই বিয়ের কোনও জায়গা নেই। "
প্রসঙ্গত, স্বরা ভাস্কর নিজের বাড়িতে গণেশপুজো করেন। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়েও কেন পুজো-আচ্চা করেন? এমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবার মুসলিম জামাত প্রধান স্বরার মূর্তিপুজো নিয়ে আক্রণ করলেন।