scorecardresearch

‘আমি… মৃত্যুশয্যায়?’, আগুন মেজাজে ভয়ঙ্কর কথা বললেন নচিকেতা!

ভক্তদের মাঝে শোরগোল..!

Nachiketa Chakraborty, Nachiketa, Nachiketa Chakraborty health, Bengali singers, নচিকেতা চক্রবর্তী, টলিউডের খবর
অসুস্থতার খবর নিয়ে কী বললেন নচিকেতা?

জানুয়ারি মাসের গোড়ার দিকের কথা। খবর রটেছিল, গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী। অনুষ্ঠান বাতিল করার পর সেই খবর আরও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবার নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নচিকেতা চক্রবর্তী।

রামপুরহাটের অনুষ্ঠান করার কথা ছিল গায়কের। তিনি নিজেই অসুস্থতার কারণ জানিয়ে সেই শো বাতিল করে দেন। ব্যস এরপর থেকেই শুরু রটনা-গুঞ্জন। ইতি-উতি চাউর হওয়া খবর নজর এড়ায়নি নচিকেতার। মুখ খুলেছিল তাঁর পরিবারও। এবার সেই প্রেক্ষিতেই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক কথা বলে ফেললেন গায়ক।

একেবারে স্বমহিমায় মঞ্চে ফিরলেন নচিকেতা। আর এসেই আগুন মেজাজ! রাজশ্রী তোমার জন্য.. গানটা গাইছিলেন। ঠিক তার মাঝেই দর্শকদের উদ্দেশে বলেন, “অনেকেই বলে নচিদা আপনি তো রোগা হয়ে গেছেন,, নায়িকারা রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই শা* মৃত্যুশয্যায়?”

[আরও পড়ুন: ‘কত্ত লোক দেখানার চেষ্টা..’, আমির খানকে ‘বেচারা’ বলে ভয়ঙ্কর অপমান কঙ্গনার]

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি হলদিয়ায় অনুষ্ঠান করেন নচিকেতা। রামপুরহাটের শো বাতিল হওয়ার পর এটাই তাঁর প্রথম স্টেজ শো। আর সেখানেই অসুস্থতার খবর রটানোয় একহাত নেন গায়ক। শোয়ের ভিডিও নিজেই শেয়ার করে লেখেন, আগুনের ছায়া পড়ে না। আর তার কমেন্ট বক্সে অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নচিকেতাকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nachiketa chakraborty reacts to rumor on his health