Naga Shobhita Seeking Blessing : ৪ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নাগা চৈতন্য। শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন দক্ষণী অভিনেতা। নাগা-শোভিতার বিয়ে ছিল বিনোদনের হট কেক। নবদম্পতির খুঁটিনাটি জানতে উদগ্রীব জুটির ভক্তরা। বিশেষ কোনও আড়ম্বর ছিল না নাগা-শোভিতার বিয়েতে। ৪ ডিসেম্বর পরিবার ও কাছের মানুষদের নিয়ে ছিমছামভাবেই অন্নপূর্ণা স্টুডিওতে চার হাত এক করে নতুন জীবনে পা রেখেছেন তারকা দম্পতি। বিয়ের একদিন পরই বাড়ির বাইরে নাগা-শোভিতা। বিয়ে মিটতেই শুক্রবার একসঙ্গে পুজো দিলেন তাঁরা।
নাগা-শোভিতার সঙ্গে ছিলেন নাগার্জুনও। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলাম মন্দিরে ভগবানের আশীর্বাদ নিলেন নাগা-শোভিতা। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই পারফেক্ট ফ্যামিলি ফটো। ট্রাডিশনাল পোশাকে মন্দিরে পৌঁছেছিলেন নবদম্পতি। শোভিতার পরনে ছিল উজ্জ্বল বর্ণের শাড়ি আর নাগা চৈতন্য ও নাগার্জুন পরেছিলেন সাদা পঞ্চ(pancha)।
আরও পড়ুন: শোভিতা সাজছেন সোনার কাঞ্জিভরমে, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে নাগা চৈতন্য, তারকা সমাগমও দেখার মতো...
তেলুগু রীতি মেনে চার হাত এক হয়েছে দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার। ভগবানের আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করলেন তারকা কাপল। অগাস্টেই বাগদান সেরেছিলেন সেলেব দম্পতি। সম্পর্কের কথা একপ্রকার গোপনই রেখেছিলেন নাগা-শোভিতা। তবে সম্পর্ক নিয়ে একটা চর্চা অনেকদিন ধরেই চলছিল। সেই চর্চার মাঝেই যুগলের ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।
আরও পড়ুন: শোভিতার সঙ্গে নতুন শুরু নাগার, সেলিব্রেশন মুডে প্রাক্তন স্ত্রী সামান্থা!
বিয়ের মরশুমেই আরও এক সুখবর পেয়েছেন নাগার নববধূ শোভিতা ধূলিপালা। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ জনপ্রিয় স্টারের তালিকায় পঞ্চমে শোভিতা। নাগার প্রাক্তন স্ত্রী সামান্থাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। ওটিটি শোয়ের প্রচারে প্রথম দেখা নাগা-শোভিতার। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, 'আমি তখন ওটিটি শোয়ের প্রচারে মুম্বইয়ে ছিলাম। সেই সময় শোভিতাও সেখানে ওঁর কাজের সূত্রে এসেছিল। সেখানে আমাদের প্রথম দেখা-কথা হয়।'