/indian-express-bangla/media/media_files/2024/11/17/QiuFQhVTfh6G2EtVUnrb.jpg)
কবে রুপকথার বিয়ে সারবেন নাগা-শোভিতা?
Naga-Sobhita Wedding Card Leaked : দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের খুটিনাটি জানতে আগ্রহী জুটির ভক্তরা। অনেকদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনে সরব দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে একপ্রকার কুলুপ এটে ছিলেন তাঁরা। গত অক্টোবরে যুগলের ছবি পোস্ট করে সারপ্রাইজ দেন নাগা-শোভিতা। প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করে জানান, অগাস্টেই বাগদান সেরে ফেলেছেন তারকা কাপল। বিয়ের পিঁড়িতে কবে বসছেন সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস নাগা-শোভিতার বিয়ের কার্ড।
বিয়ের দিনক্ষণ তাঁরা জানাননি ঠিকই। কিন্তু, ফাঁস হওয়া বিয়ের কার্ড অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর সামাজিক বিয়ে সারবেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। বিয়ের দিনের খুটিনাটি সবই উল্লেখ রয়েছে ওয়েডিং কার্ডে। উল্লেখ্য, ফাঁস হওয়া বিয়ের কার্ড নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নাগা বা শোভিতা। তবে বিয়ের তারিখ প্রকাশ্যে আসতেই খুশি এই জুটির ভক্তরা।
Ma Anna marriage #NagaChaithanya weds #SobhitaDhulipalapic.twitter.com/2wh5kXMYy0
— NagaChaitanya_Fan❤️ (@chay_rohit_fan) November 16, 2024
দম্পতির নামের সঙ্গে কার্ডে রয়েছে তাঁদের মা-বাবার নামও। বিয়ের কার্ডের শুরুতেই লেখা, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি শোভিতা ধূলিপালা ও নাগা চৈতন্যর বিয়েতে আমরা খুশি। একটু খেয়াল করলে দেখা যাবে ছিমছাম ডাজাইনের ওয়েডিং কার্ডে রয়েছে গোমাতার ছবি। আগামী ৪ ডিসেম্বর বুধে যে বড় ধামাল হতে চলেছে সে কথা বলাইবাহুল্য।
প্রসঙ্গত, ২০১৭-এ সামান্থা রুথ প্রভুর সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন নাগা চৈতন্য। শ্যুটিং সেট থেকেই প্রেমের সূত্রপাত। কিন্তু, বিয়ের পাঁচ বছরের মধ্যেই সুখী দাম্পত্যে চিড় ধরে। ২০২২-এ বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন তারকা দম্পতি। নাগা-শোভিতার বিয়ে নিয়ে দুই পরিবারে এখন খুশির হাওয়া। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সামান্থার লেটেস্ট সিরিজ সিটাডল হানি-বানি।