Naga-Shobhita Wedding : ৫০ কোটি টাকায় নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের ভিডিও স্ট্রিমিংয়ের সত্ত্ব বিক্রি হয়েছে। এই খবরে সরগরম দক্ষিণী সিনেম দুনিয়া। ভিগ্নেশ-নয়নতারার থেকে দ্বিগুণ বেশি খরচ করছেন নাগা-শোভিতা। এই নিয়েও চলছে চর্চা। এর মাঝেই খবরের সত্যটা উড়িয়ে দিলেন লাল সিং চড্ডা খ্যাত দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। Zoom-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নাগা চৈতন্য জানিয়েছেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এইরকম কোনও কিছুর সঙ্গেই আমরা যুক্ত নই। বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রি করিনি।'
কাউন্টডাউন শুরু। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করছেন নাগা চৈতন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দক্ষিণী তারকাযুগলের বিয়ের যাবতীয় খুঁটিনাটি জানতে মুখিয়ে রয়েছে ভক্তরা। সূত্রের খবর, তেলুগু রীতি মেনে প্রায় আট ঘণ্টা ধরে বিয়ে হবে নাগা-শোভিতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকাযুগলের বিয়ের কার্ড। সেখান থেকেই ফাঁস হয়ে গিয়েছে নাগা-শোভিতার বিয়ের দিনক্ষণ।
শোভিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তেলুগু রীতি মেনে বিয়ে করতে সময় লাগবে আট ঘণ্টা। যত সময়ই লাগুক না কেন সম্পূর্ণ তেলুগু বিয়ের প্রথা মেনেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন দক্ষিণী তারকা কাপল নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন বলে সূত্রের খবর। সাবেকিয়ানা বজায় রেখেই বাগদান সেরেছেন দুজনে। জীবনের সেই সুন্দর মুহূর্তের ছবিও নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন এই লাভবার্ডস।
আপাতত সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে নাগা চৈতন্য। বিয়ের আগেই শ্যুটিং শেষ করে ফেলবেন বলে জানান দক্ষিণী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেছেন, শোভিতাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি আপ্লুত। সামান্থাকে ভুলে শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। বিয়ে নিয়ে খুবই উত্তেজিত নাগা।
ওয়েডিং ড্রেসে আধুনিকতার ছোঁয়া থাকলেও, ধর্মীয় রীতি মেনেই নতুন জীবন শুরু করতে চান নাগা-শোভিতা। ওটিটি শোয়ের প্রচারে প্রথম দেখা নাগা-শোভিতার। অভিনেতা বলেন, 'আমি তখন ওটিটি শোয়ের প্রচারে মুম্বইয়ে ছিলাম। সেই সময় শোভিতাও সেখানে ওঁর কাজের সূত্রে এসেছিল। সেখানে আমাদের প্রথম দেখা-কথা হয়।'