Advertisment

'নগরকীর্তন' তৈরির নেপথ্য কাহিনী জানেন কি?

আমাদের সমাজ? কীভাবে দেখে অন্যরকম সম্পর্ক? সমাজ কি মেনে নেয় সমপ্রেম? এইসব প্রশ্নেরই উত্তর দেয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’।

author-image
IE Bangla Web Desk
New Update
'নগরকীর্তন' তৈরির নেপথ্য কাহিনী জানেন কি?

‘নগরকীর্তন’ বদ্ধপরিকর ধারণা থেকে পরিবর্তনের দিশারী।

সমপ্রেম নিয়ে আজকাল অনেক ইতিবাচক কথা বলে আমাদের দেশ। এমনকি ৩৭৭ ধারাকে অবৈধ আখ্যা দিয়ে সেই পথেই আরও একটি শিলমোহর দিয়েছে দেশের শীর্ষ আদালত। কিন্তু আমাদের সমাজ? কীভাবে দেখে এই সম্পর্ক? সমাজ কি মেনে নেয় সমপ্রেম? এইসব প্রশ্নেরই উত্তর দেয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এক আলোচনায় কৌশিক বলেছিলেন, "এই শহর নিজেকে নিয়ে গর্ব করুক। এরকম একটা ছবি আমার শহরেই তৈরি হয়েছে।"

Advertisment

যে ছবি মুক্তি পাওয়া তো দূরের কথা, তার ঝলক পর্যন্ত প্রকাশ্যে আসার আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল। মানুষের ব্যক্তিগত পছন্দকে সবসময়ই সমাজ তার মাপকাঠিতে তুল্যমূল্য বিচার করে এসেছে। ‘নগরকীর্তন’ সেই বদ্ধপরিকর ধারণা থেকে পরিবর্তনের দিশারী। কৌশিকের ছবিতে অভিনয় করেছেন বৃহন্নলারাও। তাঁদের মধ্যেই একজন শঙ্করী। ছবি মুক্তি পাওয়ার আগে নিচে দেওয়া ভিডিওটির মাধ্যমে তাঁর মুখেই শোনা গেল 'নগরকীর্তনের' নেপথ্য গল্প।

আরও পড়ুন, বাজেট ২০১৯: চলচ্চিত্র নির্মাণে ‘এক জানালা’ নীতি

নিজের শহরে 'নগরকীর্তনের' মুক্তি নিয়ে আশাবাদী অভিনেতা ঋদ্ধি সেন। ঋদ্ধি ছাড়াও আর এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এই ছবির কারণেই ওজন বাড়াতে হয়েছিল ঋত্বিককে। সেন্সর বোর্ডের নির্দেশে বাদ দিতে হয়েছে তিনটি দৃশ্য। শব্দের পর আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ঋত্বিক চক্রবর্তী। ‘নগরকীর্তন’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারী।

Ritwick Chakraborty riddhi sen tollywood koushik ganguly
Advertisment