প্রথমবার তাঁকে সেলুলয়েডে দেখা গিয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার কারণেই। এই পরিচালকদ্বয়ের দ্বিতীয় ছবি 'মুক্তধারা'-য় অভিনয় করেছিলেন নাইজেল আকারা। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে। আবার তিনি জুটি বাঁধলেন শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে। এবারের ছবি 'গোত্র'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। আর সেখানেই রয়েছে অভিনেতা নাইজেল আকারার ছবি। 'গোত্র' ছবিতে তাঁর চরিত্রের নাম তারিক আলি।
তবে ছবি ও লোগো দেখে এটুকু আঁচ পাওয়া যাচ্ছে, সামাজিক বিষয়কেই বড় পর্দায় তুলে আনতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতা। নাইজেল আকারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে কাজ করা তো স্বপ্ন। প্রথমবার ওদের হাত ধরেই বড়পর্দায় এসেছিলাম। তারপর অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু আবার ওদের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই ভাগ্যের।''
আরও পড়ুন: ঋত্বিক-জয়ার যুগলবন্দিতে সেলুলয়েডে ‘বিনি সুতোয়’
ছবির চরিত্র নিয়ে বিশেষ কিছু না বলতে পারলেও নাইজেল জানালেন, ''ছবিতে আমি একজন মুসলমানের চরিত্রে। অনেক ওয়ার্কশপ করতে হয়েছে অভিনয়ের আগে। বেশ কিছু কাজ করেছি ঠিকই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় আসতে পারছি ভেবে ভাল লাগছে।''
সাধারণত বছরে একটাই ছবি তৈরি করেন শিবু-নন্দিতা। কিন্তু এবছরটা ভিন্ন। দু’টো ছবি মুক্তি পেতে চলেছে তাঁদের পরিচালনায়। 'কণ্ঠ'র পর সামাজিক ব্যাধিকে অর্থাৎ জাত-পাতের নিরিখে রাজনীতি থেকে ধর্ম-শিক্ষা 'গোত্র'র মূল বিষয়। ছবিতে অভিনয় করতে চলেছেন মানালি ঘোষ, সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, টোটা রায়চৌধুরি এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। আর এই বছর জন্মাষ্টমীতে অর্থাৎ অগাস্টে মুক্তি পাবে ‘গোত্র’।