Advertisment
Presenting Partner
Desktop GIF

পাঁচে 'নকশিকাঁথা'! রইল এ সপ্তাহের সেরা দশ তালিকা

Bengali Television TRP: এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকার খুব বেশি রদবদল না হলেও কয়েকটি ধারাবাহিকের রেটিংয়ে তারতম্য চোখে পড়ার মতো। তবে সেরার সেরা এখনও কৃষ্ণকলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Nakshikatha retains 5th position in TRP

'নকশিকাঁথা'র নায়ক-নায়িকা, সুমন দে ও মানালি দে। ছবি: জি বাংলার ফেসবুক পেজ থেকে

Bengali Television TRP: বাংলা টেলিভিশনে এখনও অপ্রতিরোধ্য কৃষ্ণকলি। সর্বোচ্চ অবস্থান থেকে তাকে সরিয়ে দেওয়া খুবই কঠিন। মাঝে কয়েক সপ্তাহের জন্য করুণাময়ী রাণী রাসমণি প্রথম স্থানে ফিরলেও আবারও ১৫+ আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ স্থানে আসতে খুব একটা দেরি হয়নি কৃষ্ণকলি ধারাবাহিকের। এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকায় খুব উল্লেখযোগ্য কোনও রদবদল নেই।

Advertisment

সেরা দশে গত তিন-চার সপ্তাহ ধরে যে ধারাবাহিকগুলি ছিল, সেগুলিই রয়েছে। কয়েকটির রেটিংয়ে বেশ ভাল পার্থক্য় হওয়ায় অবস্থানের তারতম্য ঘটেছে। যেমন গত সপ্তাহে নকশিকাঁথা ও বকুলকথা ছিল পঞ্চম স্থানে। কিন্তু এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে নকশিকাঁথা ও বকুলকথা নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকায় সেরা পাঁচে রয়েছে--

'কৃষ্ণকলি' (১০.৪), 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৩), 'জয় বাবা লোকনাথ' (৮.২), 'ত্রিনয়নী' (৭.৭), 'নকশিকাঁথা' (৭.৩)।

আরও পড়ুন: ‘বর্ণপরিচয়’ ভরসা! একা একা বাংলা শিখেছেন শন

নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'বকুলকথা' (৬.৬)
সপ্তম-- 'জয়ী' ও 'নেতাজি' (৫.৮)
অষ্টম-- 'রানু পেল লটারি' (৫.৫)
নবম-- 'ভানুমতীর খেল' (৫.৪)
দশম-- 'কে আপন কে পর' (৫.১)

এই সপ্তাহেও সেরা দশে রয়েছে কে আপন কে পর, দশম স্থানে। এখনও সেরা দশ তালিকায় এটিই স্টার জলসা-র একমাত্র ধারাবাহিক। এই মাসের শেষে স্টার জলসা নিয়ে আসছে নতুন তিনটি ধারাবাহিক। অর্থাৎ আশা করা যায় আগামী মাসের প্রথম থেকেই ১৫+ আরবান টিআরপি তালিকায় কিছু রদবদল হবে। রাত সাড়ে নটার স্লটে আসছে কলের বউ। এছাড়াও আসছে শ্রীময়ী এবং সাঁঝের বাতি। ওদিকে এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি-ও বেড়েছে-- ৩৫১ থেকে হয়েছে ৩৭২। জি বাংলার জিআরপিও বেড়েছে, ৭১২ থেকে বেড়ে হয়েছে ৭৩৫।

আরও পড়ুন: ‘ডবল’ বউমাকে সামাল দেবেন রূপসা

১৫+ আরবান টিআরপি তালিকা অনুযায়ী স্টার জলসা-র সেরা পাঁচ ধারাবাহিকগুলি হল--

প্রথম-- 'কে আপন কে পর' (৫.১)
দ্বিতীয়-- 'দেবী চৌধুরাণী' (৪.৯)
তৃতীয়-- 'ফাগুন বউ' (৪.৬)
চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.১)
পঞ্চম-- 'বিজয়িনী' (৩.৫)

টেলিপাড়া, টলিপাড়া ও বলিউডের আরও খবর পড়তে ক্লিক করুন

Bengali Serial Bengali Television TRP
Advertisment