Advertisment

নমস্তে ইংল্যান্ডের শ্যুটিংয়ের জন্য ইউরোপে অর্জুন-পরিণীতি; দেখুন কী করলেন তাঁরা

ছবিগুলি দেখলেই স্পষ্ট বুঝবেন আগামী এই সিনেমাটি ও প্রথম ভার্সনের মতই কমেডি ছবিই হবে। দেখুন কি শেয়ার করলেন তাঁরা। 

author-image
IE Bangla Web Desk
New Update
NAMASTE ENGLAND FEATURE IMAGE

শ্যুটিংয়ের মাঝে খুনশুটিতে করতে ছাড়লেন না এই দুই অভিনেতা অভিনেত্রী

এবছরই মুক্তি পেতে চলেছে পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুরের আগামী ছবি নমস্তে ইংল্যান্ড। ভিপুল অমৃতলাল সাহ-এর  পরিচালনায় নমস্তে ইংল্যান্ড ছবির টিম এখন ইংল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন শহরে শ্যুটিং করতে ব্যস্ত।  নমস্তে ইংল্যান্ড ছবিটি অক্ষয় কুমার এবং ক্যাটারিনা কাইফ অভিনীত নমস্তে লন্ডনের সিক্যুয়েল কমেডি।

Advertisment

সম্প্রতি আগামী এই ছবিটির নানা মূহূর্তের ছবি পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি দেখলেই স্পষ্ট বুঝবেন আগামী এই সিনেমাটি ও প্রথম ভার্সনের মতই কমেডি ছবিই হবে। দেখুন কি শেয়ার করলেন তাঁরা।

ইউরোপের গ্রীষ্মে ও চরম শীতে কাবু হয়ে পরিণীতি বদলে। তাঁর সেই অনুভূতি ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভারতে আসার আমন্ত্রণ অর্জুন কাপুরের

ভারতীয় পোশাকে ইন্ডাস্ট্রির অনেকেই দেখা গেছে প্যারিসের আইফেল টাওয়ারের নিচে প্রেমের দৃশ্যে অভিনয় করতে করতে মজে যেতে।

লন্ডনের গ্রাফিটি গলিতেও শ্যুটিং করতে দেখা গেল অর্জুন কাপুরকে।

ছবির দ্বিতীয় দিনের শুটিংয়ের জন্য একটি প্রাইভেট জেটে করে ছবির গোটা টিম উড়ে যায় প্যারিসে। সেখানে গিয়ে শ্যুটিংয়ের ফাঁকে ছবির অভিনেতা অভিনেত্রী সময় কাটান কফি খেতে খেতে।

Parineeti Chopra arjun kapoor Namastey England
Advertisment