Aliya Arrested : প্রাক্তন প্রেমিক এবং তাঁর বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার নার্গিস ফাকরির বোন আলিয়া

Aliya: হিংসার বশবর্তী হয়ে প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে খুনের অভিযোগ আলিয়ার বিরুদ্ধে। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তিনি।

Aliya: হিংসার বশবর্তী হয়ে প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে খুনের অভিযোগ আলিয়ার বিরুদ্ধে। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান সঙ্গীকে খুনের অভিযোগ

প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান সঙ্গীকে খুনের অভিযোগ

Aliya Arrested From New York : প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে খুনের দায়ে গ্রেফতার আলিয়া। কী ভাবছেন, বলিউড অভিনেত্রী? চমকে গেলেন? না আলিয়া কোনও বলিউডি অভিনেত্রী নন, তবে বিটাউনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। কারণ আলিয়া বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন। আর এই খুনের ঘটনাটা তিনিই ঘটিয়েছেন। সূত্রের খবর, নিউইয়র্ক থেকে গ্রেফতার ৪৩ বছর বয়সী আলিয়া। মিডিয়া রিপোর্ট মোতাবেক, আলিয়ার প্রাক্তন প্রেমিক (এডওয়ার্ড) ও তাঁর বর্তমান সঙ্গীর(অ্যানাস্তেসিয়া) বাড়ির গ্যারাজে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান দুজনে। নার্গিসের বোন আলিয়ার জামিনও খারিজ করে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। 

Advertisment

Advertisment

প্রাক্তন প্রেমিকের প্রতি হিংসার বশবর্তী হয়েই এই ঘটনা ঘটিয়েছেন আলিয়া ফাকরি। তাঁর আইনজীবী জানিয়েছেন, 'আলিয়া আগুন লাগিয়ে দেয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। সেখানেই ওঁরা দুজন আটকে ছিলেন। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ওখানেই মারা যায় তাঁরা। এছাড়াও অগ্নিকাণ্ডের ফলে শরীরের অনেক জায়গায় আঘাতও লেগেছে।'

উল্লেখ্য, এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।  তবে নার্গিসের মা তাঁর বোনের এই ঘটনার কথা অস্বীকার করেছেন। তাঁর মা এই প্রসঙ্গে কী বিবৃতি দিয়েছেন?

নার্গিসের মায়ের মত, 'আমার মনে হয় না মেয়ে এইরকম কিছু করতে পারে। ও কিন্তু, সকলের প্রতি খুবই দায়িত্ববান। সকলের খেয়াল রাখে। প্রত্যেককে নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে।' এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন,  'আমরা একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম। কিন্তু, গন্ধটা কীসের সেটাই বুঝতে পারছিলাম না, পেট্রোল না অন্য কিছুর। আমরা দৌঁড়ে বাইরে এসে দেখি সিঁড়ি থেকে শুরু করে সোফায় দাউদাউ করে আগুন জ্বলছে। আলিয়াকে আমরা বেশ কয়েকবার বলতে শুনেছি ওদের বাড়ি জ্বালিয়ে দেবে। ওকে মেরে ফেলবে। এসব শুনে আমরা হাসাহাসি করতাম।' 

আরও পড়ুন: অন্ধকারে রোম্যান্সে মাখামাখি! মোমবাতির আলোতে সাগরপাড়ে পলককে প্রেমের ইস্তেহার ইব্রাহিমের!

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Celeb Home